আজ সকালে মিরপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় আসতে অনেকাটা সংগ্রামই করতে হয়েছে। রাস্তায় কোনো বাস নাই। অথচ আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ, ঢাবির গ ইউনিট. জবির গ ইউনিট, টেক্সটাইলের ভর্তি পরীক্ষা, জেএসসি ও একটি ব্যাংকের পরীক্ষা রয়েছে।
বিরোধী দল জেএসসি পরীক্ষায় হরতাল দেওয়াতে (কোনো হরতারই আসলে জনস্বার্থে নয়) সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে মন্ত্রী, সুশীল (ভালো নাপিত) আর চামচা বুদ্ধিজীবীদের সে কি মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি অবস্থা। হরতালে পুরা দেশের শিক্ষা ব্যবস্থা নিমিষে উবে যাচ্ছে এমন অবস্থা।
তাও হরতালে ঢাকা সিটিতে গাড়ি চলে। কিন্তু সরকারী আয়োজনে আজ লাখো মানুৃষের যে দুরাবস্থা! অপেক্ষায় আছি নাপিত, চামচা আর দলকানারা কি বলেন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।