আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে -- মাধবকুন্ড ইকো পার্ক ( পর্ব ৪ )

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে সিলেট জেলার বড়লেখা উপজেলা অবস্থিত মাধবকুন্ড ইকো পার্ক । সবাই মূলত ঝর্ণা দেখতেই যায় । তবে ঝর্ণা দেখার জন্য ১৫-২০ মিনিট হাঁটতে হবে । সরকারী তত্ত্বাবধানে জায়গাটি বেশ সুন্দর ও পর্যটকদের জন্য নিরাপদ করা হয় । কিভাবে যাবেন - - প্রথমে সিলেট শহরে যেতে হবে ।

সেখানে কোন হোটেল এ থেকে গাড়ী ভাড়া করে যেতে হবে মাধবকুন্ড ইকো পার্ক। ঢাকা থেকে সিলেটঃ শ্যামলী / হানিফ নন এসি ৩৮০ টাকা , ট্রেন ১৮০ নন এসি , এসি ৩০০-৩৫০ , কমলাপুর থেকে এ সব পাবেন। ভাড়া : গ্রীনলাইন (সিলেট): ০১৭৩০০৬০০৩৬ (সোবহানীঘাট), ০৮২১-৭২০১৬১ (সোবহানীঘাট কোথায় থাকবেন - - হোটেল সুপ্রীম, জাফলং রোড, মিরাবাজার, সিলেট-৩১০০, মোবাইল: ০১৭১১১৯৭০১২, ফোন: ৮৮-০৮২১-৭২০৭৫১, ৮১৩১৬৯, ৮১৩১৭২, ৮১৩১৭৩, ৮১৩১৬৮ হোটেল আল-আরব: হযরত শাহজালাল (র: ) মাজার শরীফ পূর্ব দরগাহ্ হেইট, সিলেট, ফোন: ০৮২১-৭২৪০৫৯, ০১৭২১৮১২৬৬২ হোটেল উর্মি: হযরত শাহজালাল (র: ) মাজার শরীফ পূর্ব দরগাহ্ হেইট, সিলেট, ফোন: ০৮২১-৭১৪৫৬৩, ০১৭৩৩১৫৩৮০৫ রেন্ট-এ-কার এর জন্য যোগাযোগ করুন: - জনাব রাজ্জাক: ০১৭১৫৬০০৫৮০ - জনাব সিরাজী ০১৭২৩৩৬৫৬৫৪ - জনাব আইয়ুব ০১৭১২৭৯৫৯৫২ - জনাব কবির ০১৭১২৩১৬৭৩২ ## পয়গম্বর ভাইকে ধন্যবাদ যোগাযোগ নাম্বার গুলোর জন্য ## উনদাল, পূর্ব জিন্দাবাজার, সিলেট, ফোন: ০৮২১-২৮৩২১৯৭ এবং পাঁচভাই হোটেল এ না খেয়ে আসবেন না । চলুন এবার দেখি মাধবকুন্ড ইকো পার্ক - - মেনে চলুন প্রবেশ পথ ম্যাপ যাবার পথে পর্যটন এর রেস্ট হাঊজ সতর্কতা ঝর্ণার উপর কেও উঠবেন না । অনেক সময় অপহরণ ও হয়।

বিপদ হইলে পুলিশ ও আনসারকে জানান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.