আমাদের কথা খুঁজে নিন

   

দিনলিপি

শ্রাবনী খুঁজছে ভাবনার পথ... কেমন আছি আমি? কেমন কাটছে প্রজাপতি বেলা? মাঝে মাঝে নিজেকে খুঁজি। হারিয়ে যাই এদিক ওদিক। এই যেমন এখন আমি হারিয়ে গেছি গভীর অরণ্যে। এখন শরতের শেষ সময় চলছে। এসে যাচ্ছে হেমন্ত দিন।

শিউলি ফোটা ভোর গুলো তাই কেমন হিমহিম। পাহাড়ে সূর্য ওঠে সারা আকাশে ছড়িয়ে রঙ। আমার রঙ খুব ভাল লাগে। রঙ্গিন সব কিছুই কেন জানি টানে খুব। সকাল বেলা ঘুম ভেঙ্গে যায় তীব্র আলার্মের শব্দে।

আমার মোবাইলে তিনটা ভিন্ন ভিন্ন সময়ে আলার্ম সেট করা থাকে। একটার পর একটা বাজতে থাকে আর আমি আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট করে ঠিক ঠিকই আটটা বাজিয়ে ফেলি। এরপর একলাফে বিছানা ছাড়ি দ্রুত হাত মুখ ধুই। কাপড় ইস্ত্রি করি আর ফাঁকে ফাঁকে সকালের আকাশ দেখি। সবুজ দেখি।

দেখি প্রজাপতির ওড়াউড়ি। টুনটুনি পাখির লাফঝাঁপ। মনে মনে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই এই জীবনের জন্য। এই ভীষন ভাললাগা ময় দিনের শুরুর জন্য। ভেজা শিউলির সুবাস নিই বুক ভরে আর পাখির কলকাকলিতে মুখোরিত অবিরাম পাতা ঝরা পথে হেঁটে যাই।

অফিসে যাবার সময় খুব আনমনা কাটে আমার। দেখি পাতার ফাঁকে রোদের ঝিকিমিকি.......... অনেক দিন আগে লিখেছিলাম উপরের লেখাটুকু। ব্লগে খুব অনিয়মিত হয়ে গেলাম। অনেক দিন না লিখতে লিখতে কেমন জানি কষ্ট হয়। ইদানিং ডায়েরিতে ভাবনা গুলো লিপিবদ্ধ করার চেষ্টা চালাচ্ছি।

খুব ফলপ্রসু হচ্ছে তা বলব না। এ পর্যন্ত ৪/৫টা গল্প লেখার চেষ্টা চালিয়েছি। কোনটাই শেষ করতে পারিনি। তবে সবকিছুরই তো একটা ভাল আর একটা মন্দ দিক থাকে তাই না। আমি ডিজিটাল পৃথিবী থেকে দূরে সরে গেছি ঠিকই ( আপাততঃ) তার বদলে পেয়ে গেলাম নিজেকে সময় দেবার অকৃত্রিম সুযোগ।

যেখানে নিসর্গের গান শোনা যায় কান পাতলেই। পড়ছি। প্রচুর পড়ছি। যে সুযোগ এই যান্ত্রিক শহরে খুব কমই পেতাম। আমি বিশ্বাস করি ভাল লিখতে হলে প্রচুর পড়তে হবে।

পড়ে যে আনন্দ পাওয়া যায় তা ভাল একটা মুভি দেখেও ঠিকঠাক ভাবে পাওয়া যায় না। বিভিন্ন ধরনের বই পড়া আর পেপার পড়ে বেশ ভালই কেটে যায় সন্ধ্যাটা। একটা গল্প লিখতে শুরু করেছিলাম কদিন আগে। পুরোটা লিখিনি। বেশ কিছুটা এগিয়ে রেখেছি।

কিন্তু গল্পের ঘটনাপ্রবাহ মাথায় নিয়ে থাকা আসলে খুব যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। জানি না অন্যদের এমন লাগে কিনা। আমি নিভৃতচারী হয়ে বেশ শান্তিতেই আছি। সেজন্য পরম করুণাময়ের কাছে অপরিসীম কৃতজ্ঞতা। একটা গল্প লিখতে ইচ্ছে করছে... গল্পটা পরের পোষ্টে দিলাম।

কেমন লাগল জানালে ভাল লাগবে আমার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।