মানুষের জন্য সব চেয়ে কঠিন কাজ মানুষ হওয়া।
দিনলিপি
নয়ন, ভালো থেকো আজ।
প্রতিদিন তোমার ভালো থাকা আমার কাম্য।
তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি
নদীর বুকে সাদা ইলিশের সাথে-
রূপোলী মাছের মত সাঁতরাই।
নয়ন, ভালো থেকো চিরকাল।
তোমার ভালো থাকার খবর পেলে
আমি ঘুম থেকে জেগে উঠি- স্বপ্নের ভেতর
অতপর চোখ রাখি-
তোমার ঘুমকান্ত শরীরে চোখে মূখে ললাটে।
কি আশ্চর্য! লতার মত আমাকেই জড়িয়ে ধরে
তুমি পরম নিশ্চিন্তে ঘুমসাগরে তলিয়ে গেছ,
কোথায় পেলে এই রাজরাণী ঘুম?
কোন শিল্পির হাতে গড়া তোমার ঘুমন্ত শরীর!
তুমি জানো?
তুমি জানো নয়ন, তোমার জন্য আজ আমি
আহত পাখির মত পড়ে থাকি-
ডানা মেলে দিয়ে, বুক মেলে দিয়ে...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।