স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......
দিনলিপি লিখতে বসে
কিছুই পাইনা খুঁজে,
সকালের ঘুম ভাঙ্গা থেকে শুরু
সূর্যটা গড়ায় পূব আকাশ থেকে মধগগনে
কিংবা তারও পরে ,
গোধুলী লগ্নে পশ্চিম আকাশটা
ভরে উঠে লালের লালিমায়
ঠিক তোমার ঠোট দুটোর মত।
আলতো চুমুতে ঘুমিয়ে পরে রাতের কোলে
আমি ঘুমাই কিংবা ঘুমাতে চাই,
চোখের পাতার নিচে চুপটি করে
তুমি থাক
স্বপ্ন সাজাও।
ভাবনার সব পাখাগুলো ডানামেলে উড়ে চলে
একান্ত এক সপ্নপুরিতে
যেথা তুমি শুধু রানীর আসনে
কোনো রাজা নেই তোমার আমি তো
প্রজা সেখানে!!
তোমাকে ভালবাসতে সদাই ব্যস্ত
এমনো ব্যস্ততায় কেটে যায়
রাত
এক প্রহর, দ্বি-প্রহর...এমনি করে
ভোরের লালিমায় আবার সেজে উঠে দিন
ঠিক তোমার সেই রাঙ্গা
ঠোটের মত
পূব আকাশে,
আমাকে জাগিয়ে তুলো
আরেকটা স্বপ্ন শুরুর আশায়
অরেকেটা দিনলিপি লেখার লোভে
তোমাকে ভেবেই কিংবা ভালোবেসেই শুরু করি
আমার সব শুরুগুলো
তোমাকে নিয়ে,
শেষটাও তোমাকে নিয়ে ।
আর মাঝ্খানটাতেও তুমি ছাড়া কিছু নেই।
এভাবেই কেটে যায় আমার প্রতিটা মুহূর্ত
মুহূর্ত থেকে ক্ষণ, ক্ষণ থেকে
এভাবেই বেড়ে উঠে
লতানো ডগার মত এক একটি দিন
দিনের শেষে দিনলিপি
যার প্রতিটা পরতে পরতে তুমি
শুধুই তুমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।