প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের প্রসপার শহরে নিয়ম মেনে গাড়ি চালানোর উৎসাহ দিতে গাড়ি চালকদের মধ্যে গিফট কার্ড বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে সেখানকার ট্রাফিক পুলিশ। যেসব চালককে সিট বেল্ট বাঁধতে ও নির্ধারিত গতিসীমায় গাড়ি চালাতে দেখা যায়, তাদের প্রত্যেককে ১০ ডলারের গিফট কার্ড বিতরণ করছে পুলিশ। প্রসপার পুলিশ প্রধান গ্যারি ম্যাক হোন বলেন, আমরা নিরাপদ চালনা অভ্যাস গড়ে তুলতে সমাজকে কিছু দিতে চাই। চালকদের ভালোভাবে গাড়ি চালানোর ব্যাপারে সতর্ক করতে পুলিশ কর্মকর্তারা এখন আর তাদের নোটিশ দেবে না। বরং চালকদের ভালো আচরণ দেখে পুলিশ কর্মকর্তারা হেঁটে পার্কিং এলাকায় যাবেন এবং গিফট কার্ড দিয়ে আসবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।