আমাদের কথা খুঁজে নিন

   

কিছু স্বপ্ন

সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম । এক. যুদ্ধাপরাধীদের বিচার চাই । এটা ন্যায়ের প্রশ্ন,তাই কোন আপস নয় । দুই. একটা গল্পঃ বাবা তার তুখোড় মেধাবী ছোট্ট মেয়েকে বাংলাদেশের বেশ বড় একটা মানচিত্র দিয়ে বললেন, 'আমি যদি এটা কেটে টুকরো টুকরো করি,তুমি কি ঠিকঠাক জোড়া লাগাতে পারবে ?' মেয়ের ত্বরিত উত্তর , 'নিশ্চয়ই পারবো ! তবে আমাকে ৫ মিনিট সময় দিতে হবে,আমি পাশের রুমে গিয়ে এটা ভালোভাবে দেখবো । ' ৫ মিনিট পর বাবা মানচিত্র কেটে অসংখ্য টুকরো করলেন ।

মেয়ে মিনিটখানেকের মধ্যেই মানচিত্র ঠিক করে ফেললো । বাবা বিস্ময়াভিভূত , 'তুমি কী করে এটা পারলে !' মেয়ে বললো , 'আব্বু,আমি পাশের রুমে গিয়ে মানচিত্রটার পেছনে একজন মানুষের ছবি এঁকেছিলাম । আমি মানুষটাকে ঠিক করেছি,মানচিত্র এমনিতেই ঠিক হয়ে গেছে । ' তিন. উপরের গল্পের মত একজন মানুষ চাই,যিনি ঠিক হলেই দেশ পুরোপুরি ঠিক হয়ে যাবে । তিনি হবেন সত্যিকারের নেতা ।

তিনি একটা লোককেও এই তীব্র শীতে কার্জন হল কিংবা কারওয়ান বাজার এলাকার ফুটপাতে ঘুমাতে দেবেন না,তাদের আশ্রয় হবে একটা ঘরে যেখানে উষ্ণতা বিরাজ করে সর্বক্ষণ । তিনি বেঁচে থাকতে একটা শিশুকেও কেউ শ্রমিক হিশেবে চায়ের দোকান,ক্ষেত-খামার ইত্যাদিতে কাজ করানোর দুঃসাহস দেখাবে না,তাদেরকে পাওয়া যাবে স্কুলে,খেলার মাঠে,এপাড়ায় কিংবা ওপাড়ায় । ছেঁড়া ব্লাউজ পরা কোন বৃদ্ধাকে দেশের কোথাও দেখা যাবে না । না,তারা মরে যান নি - তারা একটা সুন্দর বৃদ্ধাশ্রমে বেশ সুখেই আছেন । চানখাঁরপুল এলাকার রতন নামের সেই ছেলেটি যে গতকাল থেকেই অভুক্ত,তার কথা শুনে নেতা প্রচন্ড রেগে আছেন তার সাঙ্গপাঙ্গদের প্রতি , 'তোদের কাজটা কী ? একটা বাচ্চা ছেলে সারাদিন না খেয়ে থাকলো !!! তোরা কি বসে বসে ..... ছিঁড়িস ?' নেতা এক অদ্ভুত আইন করে বসলেন - "যদি কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়,তবে দোষী ব্যক্তির একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ।

অন্য যেকোন ধরনের যৌন হয়রানির ক্ষেত্রে একমাত্র শাস্তি - যাবজ্জীবন কারাদন্ড । '' কিন্তু কারোর কোন শাস্তি হয় নি,কারণ কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহসই দেখায় নি । একজন এসে নেতাকে জিজ্ঞেস করলো , 'যুদ্ধাপরাধীদের বিচার করবেন কবে?' এই প্রশ্ন শুনে নেতাসহ আশেপাশের কারোর হাসি যেন থামতেই চায় না । হাসির দমকে নেতা একটু পরপর বিষম খান । কোনরকমে বলতে পারলেন , ' কিরে সিদ্দিক,তোর অসুখটা দেখি এখনো ভালো হয় নাই ! গতবার না ওদের ফাঁসি হয়া গেল,আমি বেশ আগ্রহ নিয়া ওদের ফাঁসি দেখতে গেলাম ।

ভুইল্ল্যা গেলি !' নেতা ঘোষণা দিলেন , ' লেজুড়ভিত্তিক রাজনীতি ছাত্রদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো । বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সংসদ কর্তৃক প্রস্তাবিত যেকোন আবদার বা পরামর্শ সাদরে গ্রহণযোগ্য । যে কারোর সুচিন্তিত বক্তব্য ধন্যবাদের সাথে গৃহীত হবে । - এই ঠিকানায় আমাকে সরাসরি মেইল করা যাবে । ' টিভিতে রিপোর্টিং হচ্ছে - ''ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী দিল আফরোজ রুমিয়া বিসিএস পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন ।

তিনি তাঁকে নিরন্তর উৎসাহ ও প্রেরণা দেবার জন্য বিভাগীয় সতীর্থদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন । তিনি ইতিমধ্যে নেতা কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হয়েছেন । ওদিকে দুই বছর আগেই সকল প্রকার কোটা বাতিল হয়ে যাবার কারণে কোটার সুবিধা পেতে পারতেন - এমন কিছু অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে চাপা কষ্ট থাকলেও তারা কোটাপ্রথা বাতিলের সিদ্ধান্তকে শেষপর্যন্ত স্বাগত জানিয়েছেন । '' .................................. স্বপ্ন দেখা চলছেই... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.