আমাদের কথা খুঁজে নিন

   

বীরাঙ্গনা বা যুদ্ধের সময় জন্মনেয়া শিশু- এই ব্যাপারটা নিয়ে কি হাসাহাসি করা ঠিক?

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এই শব্দগুলোকে আপনি আমি যত শ্রদ্ধা করি, বীরাঙ্গনা শব্দটিকে কি সেইরকম শ্রদ্ধা করি? আমাদের সমাজের কিছু মানুষ এদের নিয়ে জেনে হোক না জেনে হোক হাসাহাসি, ফাজলামি করে। ভাবতে অবাক লাগে, এটা কি হাসাহাসির ব্যাপার? আমার মনে হয় না বীরাঙ্গনা জিনিষটা কি সেটা আমার নতুন করে কাউকে বলতে হবে। তবুও যাদের জানা নেই তারা আইরিন সুলতানার ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় পোস্টটি পড়তে পারেন। এবার আসল কথায় আসি।

আজকে একটা চ্যানেলে দেখলাম একজন বীরাঙ্গনার সাক্ষাৎকার নেয়া হচ্ছে। তিনি দুঃখ করে বলছেন, মানুষ আমাদের ভাল চোখে দেখে না। তার মেয়ে বলছে, লোকে কি বলে জানি না, আমার মাকে আমি ভালবাসি। কথাগুলো খুব খারাপ লাগল শুনে। যুদ্ধের সময় এই সব নারীরা যে অত্যাচারের শিকার হয়েছে, তারা কেউ তো ইচ্ছে করে এমন হয় নি।

তাহলে, কেন তাদের আমরা ভাল চোখে দেখব না? তাদের তো কোন দোষ ছিল না। অনেকে আমরা গালি দেয়ার সময় বলি, "পাকি বীর্য দিয়ে তোর জন্ম হইছে!" "পাকিরা যুদ্ধের সময় কিছু জারজ পয়দা করে গেছে!" ভাই এইটা দিয়া আপনি কি বুঝাইলেন? এইটা দিয়া আপনি ওই লোকটারে অপমান করলেন নাকি এই দেশের নির্যাতিত অসংখ্য বীরাঙ্গনাকে হাসি ঠাট্টার ব্যাপার বানাইলেন? যুদ্ধের সময় পাকিরা যেই কামটা করছে ওইটা কোন নরকের কীটও করতে পারত না। দয়া করে এই ব্যাপারটাকে এমন হালকা করে দিয়েন না। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার কি আন্তর্জাতিক আইনে হচ্ছে নাকি এটা নিয়া প্রশ্ন তুলছে। এইখানে কিছু অপ্রাসঙ্গিক কথা কই।

খালেদা জিয়া নিজেও বুঝতেছে না রাজাকারগুলারে তার দলের সাথে রাইখা কি সর্বনাশ করতেছে বিএনপির। বিএনপির মেরুদণ্ড ভেঙ্গে গেছে, এই দলটা পরগাছা হয়ে বিএনপিকে গ্রাস করছে। বিএনপি যদি আজকে এই দলটারে ত্যাগ করে তাহলে বিএনপির কয়টা ভোট কমবে? আওয়ামীলীগও এই পরিস্থিতিতে জামাত শিবিররে এখন জায়গা দিবে না। তাই যে সব মানুষ এখন আওয়ামীলীগের শাসনের বিরুদ্ধে আবার জামাত শিবিরকে দেখতে পারে না, তারা বিএনপিতে ভোট দিতে আর দ্বিধা করবে না। যাইহোক আসল কথায় ফিরে আসি, আমার এক বড় ভাই ফেসবুকে লিখছে, খালেদা জিয়া নাকি যুদ্ধের সময় পাকি ক্যাম্পে ছিল, সেই সুখ স্মৃতি নাকি ভুলতে পারে নাই! কোকো কার সন্তান সেটা নাকি খালেদা নিজেও জানে না, সেই সময় নাকি খালেদা জিয়ার ওইটা ...... হয়ে গেছিল, তাই কে কি করছে জানা নাই! যাইহোক, সবাই অনেক হাসাহাসি করছে এটা নিয়া, কোকোরে নিয়াও আপনারা অনেকে ব্লগে পোস্ট দেন।

ভাই, খালেদারে অপমান করতে গিয়া আপনে যে আপনার দেশের সকল বীরাঙ্গনাকে অপমান করতেছেন সেটা বুঝছেন? যুদ্ধের সময় এই সব বীরাঙ্গনার সাথে যা হইছে তা হাসি তামাশার ব্যাপার না। দয়া করে এই রকম ফাজলামী বাদ দেন। খালেদা জিয়ারে পচানির আরো অনেক কিছু আছে। সেগুলা নিয়া পচান। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযোদ্ধা শব্দগুলা যেমন আমাদের কাছে প্রিয় আর শ্রদ্ধার ব্যাপার, তেমনি বীরাঙ্গনারাও আমাদের পরম শ্রদ্ধার।

তাদের নিয়ে হাসি তামাশা করা মানে এই দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে হাসি তামাশা করা। ব্যাপারগুলা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।