আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন । :প্রেমে আমি পড়েছি কতবার একবার দুবার তিনবার নাকি অনেকবার নাকি কখনো প্রেমেই পড়িনী। মৃদুলারে আমি একবারও বলেছিলাম যে তাকে ভালবাসি নাকি কখনো বলতে পারিনী। ভালবাসার রোদেলা নিশিতে চোখে ঘুম আসে না তবে জেগে থাকি কিসের আশায়। ভরা পূিনমা খেলা করে অচেনা হাত মায়ায় জড়ায় আমি স্বপ্নবিভোর হয়ে উঠি তাকিয়ে দেখি কেউ নেই। অযাচিত কষ্টে ভাসছি অবিরত মন হো হো করে কেদে উঠে আমার আমির কিছুই করার নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।