আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে -- লাউয়াছড়া জাতীয় উদ্যান ( পর্ব ১)

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে যেভাবে যাবেন : প্রথমে যেতে হবে শ্রীমঙ্গল । শ্যামলী হানিফ বাস ভাড়া ৩২০ টাকা । শ্যামলী ১ ঘণ্টা পর পর বাস আছে রাত ৯ :৩০ পর্যন্ত । হানিফ এর শেষ বাস ১১ :২০ । ট্রেন পারাবত সকাল ৬:৪৫ , জয়েন্তিকা ২:০০ , উপবন রাত ১০:০০ ।

ভাড়া কোথায় থাকবেন : ট্রেন বা বাস যা দিয়ে জান না কেন , নামার পর সামনে হাঁটুন অনেক হোটেল আসে । ডবল রুম ৪০০-৬০০ , , ৬-৮ জন হলে ১ টা বড় রুম নিতে পারেন হোটেল টি টাউন , হোটেল ইউনাইটেড ভাড়া ১১০০-১৩০০ পরিবারসহ গেলে হোটেল প্লাজা তে থাকে পারেন , ফোন ০১৭১১৩৯০০৩৯ লাউয়াছড়া যাবেন : সিএনজি করে যেতে পারেন যাওয়া আসা ঘণ্টা খানিক থাকা ৬০০ এর কম না । টুকু ভাই ০১৭১০৩৮৩৫৬১ জিপ এ গেলে ভাড়া বেশী । আফজাল ০১৭৪১০৮৯৭৬৯ বাস এ যেতে হলে রিক্সা করে চলে আসুন ভানুগাছা রোড বাস স্ট্যান্ড , সেখান থেকে বাস ভাড়া ১০ টাকা করে । আনারস বাগান : সতর্কতা : এইখানে যে মোবাইল নাম্বার দেয়া হল তাদের সাথে যোগাযোগ করে ধারণা নিতে পারেন , তবে তাদের সাথে ভ্রমণ না করাই ভালো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.