ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।
আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে হত্যার ঘটনা বাড়তে থাকায় দেশে উদ্বেগের সৃষ্টি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলছেন, তিনি ‘গুপ্তহত্যার’ বিষয়টি জানতে পেরেছেন পত্রিকা পড়ে। এর বাইরে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানাতেও অনুরোধ করেছেন তিনি।
বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে এক সভা শেষে সাংবাদিকরা গুপ্তহত্যার বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “গুপ্তহত্যা হোক, আর অপহরণ হোক, পত্র-পত্রিকা দেখে তদন্ত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ”
মন্ত্রণালয়ে এ বিষয়ে কোনো পরিসংখ্যান আছে কি না জানতে চাইলে সাহারা বলেন, “আমরা পত্র-পত্রিকা থেকেই গুপ্তহত্যার কথা জানতে পেরেছি, এর বাইরে আরো কোনো তথ্য থাকলে আপনারা জানাবেন, প্লিজ।
”
স¤প্রতি দেশে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবের পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে, যাদের লাশ পরে ‘উদ্ধার’ করা হয়েছে বিভিন্ন স্থান থেকে।
মঙ্গলবারও মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়, যাদের গুলি চালিয়ে হত্যার পর বস্তায় ভরে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশের ধারণা।
কয়েকদিন আগে ধলেশ্বরী নদী থেকে আরো তিনটি লাশ উদ্ধার করা হয়েছিলো, যার একটি ছিলো ঢাকার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের। ছাত্রদলের অভিযোগ, ইসমাইলসহ সংগঠনের তিন নেতা-কর্মীকে গত ২৮ নভেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাতিরপুল থেকে তুলে নিয়ে যায়।
এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে।
এ ‘রহস্য’ ভেদ করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও।
গুপ্তহত্যার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কি উদ্যেগ নিয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী পাল্টা প্রশ্ন রাখেন, “লাশ পুলিশই উদ্ধার করছে, লাশ দেখা মাত্র তারা উদ্ধার করছে। লাশ কি অন্য কেউ উদ্ধার করছে?”
বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এই আওয়ামী লীগ নেতা দাবি করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন গত ১০ বছরের মধ্যে সবচে ভালো বলেই ‘বিদেশি পত্র-পত্রিকায়’ উল্লেখ করা হচ্ছে।
বিশ্ব ইজতেমা দুই ধাপে
গতবছরের মতো এবারও দুই ধাপে বিশ্ব ইজতেমা হবে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি দুই ধাপে ইজতেমা হবে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে সভা শেষে জানানো হয়।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকারসহ মন্ত্রণালয়ের ঊধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
Click This Link
গুপ্তহত্যা রাষ্ট্রসমর্থিত: বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গুপ্তহত্যা রাষ্ট্রসমর্থিত। বিরোধী দলকে দমন-পীড়নের জন্য বর্তমান সরকার গুপ্তহত্যাকে রাজনীতির একমাত্র অনুষঙ্গ করেছে।
গতকাল বৃহস্পতিবার গুপ্তহত্যা বিষয়ে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, গত ১২ ঘণ্টায় চারজনের লাশ পাওয়া গেছে।
অর্থাৎ প্রতি তিন ঘণ্টায় একজন করে গুপ্তহত্যার শিকার হচ্ছেন। এসব হত্যাকাণ্ডের সঙ্গে যে সরকার জড়িত, তাতে কোনো সন্দেহ নেই।
সংবাদ সম্মেলনে ঢাকা থেকে অপহরণের পর যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক নাজমুল ইসলামের নিহত হওয়ার ঘটনাকে ‘গুপ্তহত্যা’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর জন্য সরকার দায়ী। তিনি নাজমুলকে হত্যার প্রতিবাদে কাল শনিবার যশোরে স্থানীয় বিএনপির ডাকা হরতালে কেন্দ্রীয়ভাবে সমর্থন দিয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নাজমুলের জানাজা: গাজীপুর থেকে উদ্ধার হওয়া যশোর বিএনপির নেতা নাজমুল ইসলামের লাশ গতকাল বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা কফিনে ফুল দিয়ে নাজমুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় কার্যালয়ের সামনের সড়কে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।