উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি মমতা বলেছেন, বর্ষার মৌসুম ব্যতিত তিস্তার পানি বাংলাদেশকে দেয়া হবেনা। আগে নিজের দেশ , তারপর প্রতিবেশী।
স্যালুট মমতা। অভিবাদন মমতা।
দুটি দেশের উপরে প্রবাহমান জলধারায় বাঁধ দেয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
কিন্তু মমতা সেই আইনের তোয়াক্কা করেন নি, নিজের দেশকে বুজেছেন, নিজের মানুষকে বুজেছেন।
কিন্তু আমাদের নেতারা ন্যাতা হয়ে যান, নিবীর্যীব এ সকল ভন্ড দেশ প্রেমিক। এরা দেশ বুঝেনা, মানুষ বুঝেনা, দেশের মাটি মরুভূমি হয়ে যাক কিংবা বর্ষায় থলিয়ে যাক তাও বুঝেনা। এরা জানোয়ার, এরা হায়েনা।
এরা শুধু ক্ষমতাশালী প্রতিবেশী দেশের কাছে সব জলান্জলী দিয়ে নিজের পশ্চাতদেশ বাঁচায়।
মাথা উঁচু করে রেখে কিভাবে শক্তিশালী পররাষ্ট্রনীতির ভিত মজবুত করে পার্শ্ববর্তি দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক কটুনীতির মাধ্যমে কীভাবে নিজস্ব অধিকার আদায় করা যায় এ দেশের গোবরমস্তিষ্ক জাত নির্লজ্জ মন্ত্রীরা তা বুঝেনা। বুঝেনা পররাষ্ট্র সংশ্লিষ্ট বিষয়ক আমলারা।
দলীয় মুর্খদের আধিপত্যে ভরা এ দেশের প্রতিটি ক্ষমতার ক্ষেত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।