আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইল জেলার রাজাকারদের তালিকা

এখানে দিন-রাত্রি সমান মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর বীরত্বপূর্ণ অবদানের পাশাপাশি টাঙ্গাইল জেলায় বেশ কিছু রাজাকার-দালাল ও আলবদর বাহিনীর সদস্য সক্রিয় থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে সার্বক্ষণিক সহযোগিতাসহ খুন, লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ, সম্পত্তি দখলসহ প্রায় সব অপকর্ম সাধন করেছে। আজো এরা ধরাছোয়ার বাইরে এবং তাদের পূর্ণাঙ্গ কোন তালিকাও নেই। এখানে ৭৬ জন রাজাকার কমান্ডারদের নাম দেয়া হলো। তবে এই তালিকাটিও পূর্ণাঙ্গ নয়, অনেকের নামই এখানে নেই। আশাকরছি, আগামীতে সুযোগ হলে বাকিদের নাম সংযুক্ত করা হবে। ১. তোফাজ্জল হোসেন (বসুবাড়ি) ২. আবুবকর জামালী (মাকুল্লা) ৩. নূরুল হক ( রতনপুর) ৪. আব্দুল মোতালেব (ঘাটাইল) ৫. আবদুল গণি (ঘাটাইল) ৬. হায়দার আলী (বেংডোয়া) ৭. মোতাহের আলী (ধোপাজানী) ৮. আবুবকর মৌলভী (নলমা) ৯. আনসার আলী (জামুরীয়া) ১০. কুতুবুল্ল্যা (চান্দশী) ১১. ইমান আলী মৌলভী (গৌরঙ্গী) ১২. দুলা (কুমুল্লি) ১৩. মাওলানা সিরাজুল ইসলাম (সোনাকান্দর) ১৪. মোয়াজ্জেম মৌলভী (মধুপুর) ১৫. মেছের উদ্দিন ভূঁইয়া (বড়মেধার) ১৬. আব্দুল জুব্বার মোক্তার (নাগরপুর) ১৭. মোহাম্মদ হোসেন খান গিনি মিয়া (টাঙ্গাইল সদর) ১৮. আমিনুল ইসলাম তালুকদার খোকা (টাঙ্গাইল সদর) ১৯. নায়েব আলী (সাকরাইল) ২০. মুহম্মদ আবদুল্লাহ (সাকরাইল) ২১. হারেস আলী, ডিডরাইটার ২২. সোহরাব আলী, পিয়ন (কাগমারী কলেজ) ২৩. মিজানুর রহমান (সন্তোষ) ২৪. আফজাল চৌধুরী (টাঙ্গাইল সদর) ২৫. নূরুল হক খোকা (সাতুটিয়া) ২৬. জোয়াহের আলী (বেতডোবা) ২৭. মিয়া চান (বাগুটিয়া) ২৮. নূরুল হক (রতনপুর) ২৯. আবদুল মোতালেব (ঘাটাইল সদর) ৩০. আবদুল গনি (শাহপুর) ৩১. হায়দর আলী (বেংরোয়া) ৩২. মোতাহের আলী (ধোপাজানি) ৩৩. ইমান আলী মৌলভী (গৌরাঙ্গী) ৩৪. আনসার আলী (জামুরীয়া) ৩৫. মকবুল মুন্সি (পুংলি) ৩৬. আবদুর রহিম (ধোপাজানি) ৩৭. একাব্বর (মধুপুর সদর) ৩৮. আবুবকর সিদ্দিকী (নলমা) ৩৯. অধ্যাপক মুজিবুর রহমান (আড়ালিয়া) ৪০. হাফেজ আবদুল গফুর (মধুপুর) ৪১. জহির উদ্দিন (বীরতারা) ৪২. অধ্যাপক আবদুল খালেক (আভঙ্গি) ৪৩. রিয়াজ উদ্দিন চেয়ারম্যান (সুন্দর) ৪৪. হোসেন খলিফা (নন্দনপুর) ৪৫. আবসার মেম্বার (পোড়াবাড়ি) ৪৬. সেকান্দার চেয়ারম্যান (মাইজবাড়ি) ৪৭. চাঁনমিয়া চেয়ারম্যান (বাগুয়াটা) ৪৮. ছামান মুন্সি (হাজরাবাড়ি) ৪৯. খালেক মেম্বার (হাজরাবাড়ি) ৫০. মেছের মেম্বার (হাজরাবাড়ি) ৫১. আবসার খলিফা (কোনাবাড়ি) ৫২. আবদুল হাকিম খলিফা (বসুবাড়ি) ৫৩. বাবুর আলী মেম্বার (জামতৈল) ৫৪. আবদুল মাজেদ মেম্বার (আতরবাড়ি) ৫৫. মানিক মৃধা (গোপালপুর) ৫৬. সোনা মিয়া (হাজিপুর) ৫৭. আবদুল কাদের (বৈরান) ৫৮. আলমগীর হোসেন (গোপালপুর) ৫৯. ঠান্ডা কমান্ডার (বাসাইল) ৬০. লেবু ড্রাইভার (ফুলকি) ৬১. মনির মওলানা (কাঞ্চনপুর) ৬২. আমির হামজা (হাবলা বিলপাড়া) ৬৩. ফয়েজুল্লাহ (ফুলবাড়ি) ৬৪. মাহবুব (মির্জাপুর) ৬৫. মেছের মওলানা (মালাউরি) ৬৬. আবদুল মান্নান (মির্জাপুর সদর) ৬৭. ভানু মিয়া (মির্জাপুর সদর) ৬৮. মাখন মিয়া (রাজনগর) ৬৯. আয়েন উদ্দিন (টাঙ্গাইল সদর) ৭০. ইসহাক আলী (টাঙ্গাইল সদর) ৭১. নান্নু আনসারী (বল্লা) ৭২. কাশেম আনসারী (বল্লা) ৭৩. আ ন ম শহীদুল্লাহ (বেতকা, টাঙ্গাইল সদর) ৭৪. আব্দুল্লাহেল ওয়াসেক (রুহুলী) ৭৫. তালেব আনসারী (বল্লা) ৭৬. আনিসুর রহমান (জাবরাজান) তথ্য সংগ্রাহক: মামুন তরফদার, লেখক ও গবেষক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.