নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ দুই নির্বাচনের সময়সূচি ঘোষণা করে।
কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনে অংশ নিতে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
যাচাই-বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি; মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ঠিক করা হয়েছে ৬ মার্চ।
গত ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়ার পর ২০ জানুয়ারি হৃদরোগে মারা যান আওয়ামী লীগ নেতা শওকত মোমেন শাহজাহান।
নবম সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।
বিকালে ইসির মিডিয়া সেন্টারে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
ঊপকূলীয় কয়েকটি উপজেলাসহ ৪২ জেলার ৯২ উপজেলায় ভোট হবে এ পর্যায়ে।
২৩ ফেব্রুয়ারি এ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।
বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি; আর প্রত্যাহারের শেষ দিন ঠিক করা হয়েছে ৬ মার্চ।
এর আগে প্রথম দফায় ৯৮ উপজেলায় ১৯ ফেব্রুয়ারি, ১১৭ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি, ৮৩ উপজেলায় ১৫ মার্চ ভোটের তারিখ রেখে তিন পর্যায়ের তফসিল ঘোষণা করেছে কমিশন।
দেশের ৪৮৭ উপজেলার মধ্যে বাকিগুলোতে আরো দুই ধাপে ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির।
কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।