টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আগামীকাল উপনির্বাচন। ইতিমধ্যে দুইটি উপজেলার প্রতিটা কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম অমুছনীয় কালি, সিল প্যাড, ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন অফিস। নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সকল প্রস্ততি সম্পন্ন করেছে। তবে এই উপনির্বাচনে ভোট কারচুপির আশংকা করছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠ করতে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৩'শ ৮২ জন। এর মধ্যে পরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫'শ ৭৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬১ হাজার ৮'শ ৬ জন। এ আসনের মোট ভোট কেন্দ্র ১১৭টি, মোট ভোট কক্ষ ৭'শ ১৯ টি। এর মধ্যে ১০২টি কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে পুলিশ চিহ্নিত করেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার প্রায় ১ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।
এদিকে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন অফিস জানিয়েছেন। উপনির্বাচনে চারজন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের প্রয়াত সাংসদ কৃষিবিদ শাহজাহানের পুত্র অনুপম শাহজাহান জয় (নৌকা), জাতীয় পার্টির (মঞ্জু) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী (বাইসাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা (হরিণ) ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলী খোকন (মোরগ)।
ভোট কেন্দ্রে সহিংসতার আশঙ্কাও করছেন সাধারণ ভোটাররা। এ নিয়ে এলাকায় উদ্বেগ উৎকণ্ঠাও বিরাজ করছে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, নির্বাচনে সহিংসতার কোন আশঙ্কা নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারবে নিবিঘ্মে। কেউ যদি ভোটারদের বাধা প্রদান করে তাহলে তারে বিরুদ্বে ব্যাবস্থা গ্রহন করা হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।