আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইল জেলা শ্রমিক দলের হরতাল

টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম আযমকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইল পৌর এলাকায় আধা বেলা হরতাল পালিত হচ্ছে। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এসএম মনিরুল হকের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম।

আজ বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে। হরতালে শহরে দোকান-পাট বন্ধ রয়েছে।

রিক্সা, সিএনজি অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচল করছে। কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে সকল প্রকার দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে হরতালের সমর্থনে শহরে কোন পিকেটারকে দেখা যায়নি। নিরাপত্তা রক্ষায় জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, নিহত জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম আযমকে বেলা ১১টার দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

নিহতের বড় ভাই গোলাম মওলা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা করার প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.