আমাদের কথা খুঁজে নিন

   

জাতিস্মর স্মৃতি

উৎসমুখে আদি মহাপ্রলয়। বহতা মহাকাল প্রতিনিয়ত ঘড়ায় ঘড়ায় সময়জল ঢালছে আমার সর্বাঙ্গে, সেই সাথে ভিজে যাচ্ছি আমার আমি। হায়রে সময়জল, স্নাত আমাকে মূহূর্তে মূহূর্তে পুনরজনম দিয়ে টেনে নিয়ে যাচ্ছে বিনাশের পথে! সময়জলে নদীও করে স্নান, বদলে যায় সে; উছল নদীও একদিন হয়ে যায় মরাগাঙ কিংবা ধু ধু বেলাভূমি। নদীর গহীনেও কি জমাট থাকে দলছুট শালিকের মর্মব্যথা! নিত্য বদলে যাওয়া আমি পথ চলছি জাতিস্মর স্মৃতি সাথে নিয়ে। হাজার জনমের সুখস্মৃতি, দুঃখস্মৃতি আজো যে আমায় পিছু টানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।