আজ তুমি বাইরে যেয়ো না চুপচাপ বসো, এই মধ্যরাত্রির শীতলতা দ্যাখো ছড়িয়ে দিয়েছে নীরব স্মৃতিবৃক্ষমূল। দ্যাখো রাতের আঁধার ভেঙে জেগে ওঠে বিচিত্র গন্ধের ফুল, ভুল সংসার। পথে জমা খড়কুটো হাতে নাও মাধুকরী, সম্মুখে নিরুদ্বেগ পড়ে আছে শূন্য ইতিহাস। অচেনা মহাদেশ জেগে আছে নাম পাবে ব'লে। এই যে ছড়ানো আছে ধুলো-মাখা স্তব্দ প্রান্তর; তুমিই তো কাছাকাছি ছিলে কালের চিহ্ন, জাতিস্মর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।