আমাদের কথা খুঁজে নিন

   

জাতিস্মর স্মৃতি জানে

ভুলে দাগ খতিয়ান নতুন মানচিত্র প্লাবনোত্তর সময় লক্ষ্ণণরেখা সীমানা কাঁটা ভিন্ন প্লটে গল্প এগোয় তোমার আমার। জাতিস্মর স্মৃতি খননে অতীত বিষণ্ণ বেহালায় মধু সুর হাকিম চত্বরে মুখোমুখি ছুঁয়ে থাকা অভিনব অভিকর্ষ আমরা দুজন চাঁদের টানে ফেনিল উত্তাল সাগর অনুভবে প্রেমদেব সেই প্রথম - উড়ে যায় ক্যাম্পাস পাখি কোথায় কে জানে। ব্যবধান সময় দশ দশটি বছর ভিন্ন মানচিত্রে তুমি আমি একই ক্যাম্পাস বয়স ভার কিছুটা কি ম্লান সময় প্রলাপ আয়নায় বলিরেখা; জাতিস্মর স্মৃতি জানে প্রথম পরশ অনুভবে প্রেমদেব তোমার আমার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।