যাঁরা মাটিকে দৃষ্টি দ্বারা রূপান্তরিত করেন রত্নে। আহা, যদি তারা আমাদের উপর দৃষ্টিপাত করিতেন। ভাঙ্গনের সময় হলো এবার তুলতে হবে গত-সময়ের যত্নে স্নেহে প্রোথিত মায়ার শেকড় এবারের জোয়ারেই চলে যাবো মায়ের ভেতর পলি পড়া নতুন গর্ভে নরম আর স্বপ্নের মাঝে। জাতিস্মর আমি, প্রতি জোয়ারেই স্বপ্নের ঘরবাড়ি তুলি তারপর স্বপ্ন-বাস্তবে মিল করে ভাটার টানে চেয়ে থাকি চাঁদ উঠবে, জোয়ার আসবে, মায়া কাটবে, পাড় ভাঙ্গবে। . .. ... সুর ছবি গান এবং সবকিছু আমার নদী মাটি এবং পৃথিবীর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।