বাংলাদেশ লূত (আঃ)-এর সময়ের সমাজে সমকামিতা ব্যাপকভাবে প্রচলিত ছিল। লূত (আঃ) এ অপকর্ম বন্ধ করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। সমকামিতা সমাজে তখন তেমন দোষের কিছু ছিল না, ফলে তা প্রসার পেতে পেতে এমন অবস্থায় গিয়ে পৌঁছে যে, সে জাতিকে আল্লাহ্ তা'আলা ধ্বংস করে দেন সমূলে।
এসব অন্যরা না হোক মুসলিমরাতো অবশ্যই জানেন।
বর্তমানে পৃথিভীতে মানুষ অপকর্ম করছে, যা কেউ জানছে অথবা কেউ জানছে না।
কিন্তু এসব খারাপ ঘটনা যখন চলচ্চিত্রের মাধ্যমে হলিউড, বলিউড, ঢালিউড, টালিউডের অকল্যাণে সমাজে ছড়াচ্ছে তখন এগুলো বন্ধের জন্য জোর প্রতিবাদ দেখছিনা। আমি নগন্য মানুষ, তাই প্রতিবাদের ভাষাও দুর্বল। কিন্তু সুস্থ্য, বিবেকবান, চিন্তাশীল মানুষগণ যদি সবাই যার যার স্থান থেকে প্রতিবাদ, প্রতিরোধ করেন তবে সমাজ থেকে আগাছা উপড়িয়ে ফেলে আবার সোনালী ফসলের ক্ষেত প্রস্তুত করা সম্ভব।
স্যাটেলাইট চ্যানেলের বদৌলতে আমরা গুটি কয় ভাল অনুষ্ঠান পেলেও বেশি পেয়েছি ডার্টি পিকচার। সেন্সর বোর্ডের কি সেন্স আজ লুপ্ত হয়ে গেছে? বিবেকবান মানুষকে কি বিবেক যন্ত্রনা দেয়া ছেড়ে দিয়েছে? আজ মানবিকতার একি চরম অবক্ষয়!!
একটা সময় ছিল যখন ভিসিডি ক্যাসেট ভাড়া দেয়া হতো ভিডিও দোকান থেকে।
দেখতাম মাঝে মাঝে পুলিশ সেসব দোকান থেকে নিষিদ্ধ পর্ণ ছবি উদ্ধার করাসহ দোকানীকে গ্রেফতার করে শাস্তি ও জরিমানা প্রদান করতো। কিন্তু এখন প্রতিটি কিশোর-যুবক যারা মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার করে তাদের শতকরা ৫০ জনের মোবাইলেই দেশি বা বিদেশি পর্ণ ভিডিও পাওয়া যাবে। আর এসব মোবাইল থেকে খুব সহজেই অন্য মোবাইলে ট্রান্সফার করা যায। ফলে ছড়িয়ে পড়ছে পর্ণগ্রাফী।
শতকরা ৯৯টি মোবাইল কন্টেন্ট লোডের দোকানের কম্পিউটার খুঁজলে এসব পর্ণ ভিডিওর সংগ্রহশালা পাওয়া যাবে; যা তারা যুবক-কিশোর মোবাইল ব্যবহারকারীদের মোবাইলে টাকার বিনিময়ে দিয়ে থাকে।
এটিও একটি চালু ব্যবসা। কিন্তু দেখার কেউ নেই। যেন এগুলো দোষের কিছু নয়।
দোষ হয় তখনই যখন এগুলো দেখে যুব সমাজের চরিত্র নষ্ট হয়। পথে-ঘাটে মেয়েদের টিজ করে, ধর্ষণ করে বা পালাক্রমে ধর্ষণ করে হত্যা করে।
আমাদের দেশে অনেক চিন্তাবিদ ব্যক্তি আছেন যাঁরা গোলটেবিল বৈঠক করে এসব সমস্যা সমাধানের উপায় খুঁজতে। কিন্তু এসব সমস্যার মূল যেন তারা দেখেও দেখেন না।
অবশেষে আমার পরামর্শ ইসলামের (বা অন্য কোন ধর্মের) শুধু আনুষ্ঠানিকতাগুলোই পালন না করে সাথে সাথে ধর্মীয় বিধি নিষেধগুলোও সমাজে প্রচলন করুন, নিজে মানুন, অন্যকে মানতে সাহায্য বা উদ্বুদ্ধ করুন। অনুরোধ করুন অথবা প্রয়োজনবোধে মানতে কঠোরতা প্রদর্শন করুন।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য সকল ব্লগার ভাই বোনদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।