আমাদের কথা খুঁজে নিন

   

একদিন তুমি বুঝবে।

... ওরা আসবেই। বুঝবেই তুমি বুঝবে অন্ধকারে প্রদীপ জ্বেলে তখন আমায় খুঁজবে- যেদিন হবো কাকতাড়ুয়া নয়তো দূরের চিল, ভাসবো না হয় হাসবো দেখে তোমার চোখের নীল। হয়তো হবো ধূষর মরু ভর দুপুরের খরা, আমার তাপে ঝলসে যাবে তোমার সুখের চরা। আমিই হবো জোয়ার-ভাটা আমি চাঁদের প্লাবন - আমি হবো দুঃখের নদী তোমার আষাড় শ্রাবন। আমিই হবো সেই বেহুলা ফণায় ভরা বিষ, নাগীন হয়ে খুঁজবে আমায়- বীণে বাজিয়ে শীস্।

আমিই হবো নির্ঘুম রাত উদাস পানে চাওয়া, হতেও পারি সুখের পরশ মিষ্টি শীতল হাওয়া। হতেও পারি সুনীল আকাশ সুখের রঙ্গীন ঘুড়ি, নয়তো তোমার নাকের নোলক তোমার হাতের চুড়ি। আমিই হবো দুঃখ তোমার আমি আলতো ছোঁয়া - হয়তো হবো অন্তবিহীন প্রেম পোড়ানো ধোঁয়া। সুখ সায়রে ভাসিয়ে তোমায়, জল হয়ে রবো তোমার সনে - কাঁদাবে যখন হারানো স্মৃতি পড়বে তখন আমায় মনে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.