দৌড়াতে ভালো লাগে না, তাই দাঁড়িয়ে আছি আজকাল ক্রিকেট খেলা ব্যাপক মজাদার হয়ে গেছে। নেড়ি কুত্তার সাথে এখনকার হোম আন্ড এওয়ে সিরিজের অনেক মিল। কেউ অন্য দেশে সফরে গেলে হোয়াইট ওয়াশ হয়ে আসছে। আসার সময় বলে আসছে, "আমগো বারি যাইছ।" ব্যাস, কাজ শেষ, তার বাড়িতে আসলেই পাল্টা ওয়াশ । এবার আসল কথায় আসি, এই কাজটা একেবারেই নেড়ী কুত্তার মত। বাংলাদেশ হল বাঘের দেশ। খেলোয়াড়রা ও সবাই বাঘ। তাদের কি আর নেড়ী কুত্তার মত হলে চলে? তাই তারা নেড়ী কুত্তার প্রতি প্রতিবাদ স্বরূপ সবখানেই হোয়াইট ওয়াশ হবার অভিযানে নেমেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।