আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্কের নৌকা ডুইবা গেছে,অকুল দরিয়ায়...২

দুঃখের জল,করে ছল-ছল... কোথায় যেন পড়েছিলাম, "তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমার-ই ছিল,আর যদি না ফিরে আসে,তবে সে কখনই তোমার ছিলনা......। " কথাটা আগে বিশ্বাস করিনি্‌... আমার সব কিছুই ত তোমার জন্য ছিল...স...ব...কি...ছু...। কেবল তোমার জন্য উদ্ভ্রান্ত আমি ভাল আর তোমার মন মতো হবার চেস্টা করেছি। তোমাকে পাবার জন্য সবকিছুই প্রায় গুছিয়ে এনেছিলাম।

শুভ ক্ষনের এত কাছে এসে তুমি অকারন অভিমান,জেদ কিংবা অযাচিত বাড়াবাড়ি করেই আমায় ছেড়ে চলে গেলে...। দীর্ঘ পাচ বছরে তোমার জন্য আমার ভালোবাসা-আমার জীবন সংগ্রাম-আবেগ-অনুভুতি,সব ভুলে গেলে,এক নিমিষে? আমার কথা কি তোমার মনে পড়েনা...?আমার ছেড়ে কি করে থাকতে পার তুমি?? আমার যে দিন কাটে না,বুকের ভেতর টা খাঁ-খাঁ করে ভীষন। সব কিছু অর্থহীন মনে হয়...। আমি তোমায় ছেড়ে যাইনি...তুমি চলে গেছ। এতগুলো মিনিট-ঘণ্টা-দিন-মাস চলে গেল,কই তুমি ত ফিরে এলেনা... তবে কি তুমি আমায় ভালবাসতে না??? সব-ই কি ছিল ভালবাসা নামের মিথ্যে খেলা...??? তোমাকে অবিশ্বাস করতে মন চায়না...কারন তোমাকে অবিশ্বাস করলে ত আমার নিজেকেই,নিজের অস্তিত্তকেই অবিশ্বাস করতে হয়... আমি বিশ্বাস করি,করতে চাই,এই তুমি একদিন সব অভিমান-রাগ-জেদ ভুলে আমার কাছে ফিরে আসবে,ফিরে যে আসতেই হবে তোমার...এই কাঙ্গাল ছেলে-টার ভালবাসা যে সত্যি- তা যাচাই করতে হলেও তোমাকে ফিরে আসতে হবে... আমি তাই অপেক্ষায় আছি,থাকবো আজীবন,কেবল তোমার-ই... ফিরে এস প্রিয়তমা,আমার এই শুন্য বুকে...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.