আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান সরকারের প্রতি দেশের জনগনের ডিজিটাল অনাস্হা। গত ২০ দিনে দেশের একটি অনলাইন জরিপ চিত্র (প্রথম আলো)

## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১২-০৮ - ২০১১-১২-০৯] বিটিআরসিকে মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নিয়ন্ত্রণে আনার সরকারি উদ্যোগ সমর্থন করেন কি? ভোট দিয়েছেন ২৪৯৭ জন| হ্যাঁ (১৫০), না (২৩২৬), মন্তব্য নেই (২১) হ্যাঁ ৬.০১% না ৯৩.১৫% মন্তব্য নেই ০.৮৪% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১২-০৭ - ২০১১-১২-০৮] টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই—গওহর রিজভীর এই বক্তব্যে আপনি কি সন্তুষ্ট? ভোট দিয়েছেন ৩৬৮১ জন| হ্যাঁ (২২৭), না (৩৪৩১), মন্তব্য নেই (২৩) হ্যাঁ ৬.১৭% না ৯৩.২১% মন্তব্য নেই ০.৬২% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১২-০৫ - ২০১১-১২-০৭] নতুন রেল মন্ত্রণালয় গঠনের ফলে রেলপথ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মনে করেন কি? ভোট দিয়েছেন ৫২৩২ জন| হ্যাঁ (১৮৭৯), না (৩২১৪), মন্তব্য নেই (১৩৯) হ্যাঁ ৩৫.৯১% না ৬১.৪৩% মন্তব্য নেই ২.৬৬% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১২-০৪ - ২০১১-১২-০৫] বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে হবে বলে মনে করেন কি? ভোট দিয়েছেন ২৮০৯ জন| হ্যাঁ (৩৩৮), না (২৪০৭), মন্তব্য নেই (৬৪) হ্যাঁ ১২.০৩% না ৮৫.৬৯% মন্তব্য নেই ২.২৮% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১২-০৩ - ২০১১-১২-০৪] সংঘাতের রাজনীতি বন্ধে ফেসবুকের মাধ্যমে নতুন সংগঠনের আত্মপ্রকাশের পর রাজনীতিতে গুণগত পরিবর্তনের সম্ভাবনা আছে বলে মনে করেন কি? ভোট দিয়েছেন ২৮৮৮ জন| হ্যাঁ (১২৬৩), না (১৫৪৯), মন্তব্য নেই (৭৬) হ্যাঁ - ৪৩.৭৩% না - ৫৩.৬৪% মন্তব্য নেই - ২.৬৩% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১২-০২ - ২০১১-১২-০৩] পরীক্ষার জন্য তাদের কাছে ইভিএম মেশিন পাঠানোর ব্যাপারে বিএনপির দাবি যৌক্তিক বলে মনে করেন কি? ভোট দিয়েছেন ২৭৪৩ জন| হ্যাঁ (২১৩৩), না (৫৮১), মন্তব্য নেই (২৯) হ্যাঁ - ৭৭.৭৬% না - ২১.১৮% মন্তব্য নেই - ১.০৬% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১২-০১ - ২০১১-১২-০২] ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের সরকার বিচারের মুখোমুখি করতে পারবে বলে মনে করেন কি? ভোট দিয়েছেন ১৪৮২ জন| হ্যাঁ (২৪৭), না (১১৭৮), মন্তব্য নেই (৫৭) হ্যাঁ - ১৬.৬৭% না - ৭৯.৪৯% মন্তব্য নেই - ৩.৮৫% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-৩০ - ২০১১-১২-০১] অখণ্ড ঢাকার জন্য প্রয়োজনে হরতাল আহ্বানের উদ্যোগ যৌক্তিক বলে মনে করেন কি ? ভোট দিয়েছেন ৩৬৮৫ জন| হ্যাঁ (২৮৬৯), না (৭৮৭), মন্তব্য নেই (২৯) হ্যাঁ - ৭৭.৮৬% না - ২১.৩৬% মন্তব্য নেই - ০.৭৯% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২৯ - ২০১১-১১-৩০] উপজেলা পরিষদে সাংসদদের উপদেষ্টা রাখার বিধান সমর্থন করেন কি? ভোট দিয়েছেন ২১৭৯ জন| হ্যাঁ (৩৩৯), না (১৭৯৯), মন্তব্য নেই (৪১) হ্যাঁ - ১৫.৫৬% না - ৮২.৫৬% মন্তব্য নেই - ১.৮৮% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২৮ - ২০১১-১১-২৯] মন্ত্রিসভা সম্প্রসারণে সরকারের গতি বাড়বে বলে মনে করেন কি? ভোট দিয়েছেন ৩৪১৯ জন| হ্যাঁ (৫২৪), না (২৮৫৮), মন্তব্য নেই (৩৭) হ্যাঁ - ১৫.৩৩% না - ৮৩.৫৯% মন্তব্য নেই - ১.০৮% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২৭ - ২০১১-১১-২৮] রাজনীতি এখন বিনিয়োগে পরিণত হয়েছে—বিচারপতি হাবিবুর রহমানের এ মন্তব্যের সঙ্গে আপনি কি একমত? ভোট দিয়েছেন ৩৫৩৬ জন| হ্যাঁ (৩৪০৩), না (১১২), মন্তব্য নেই (২১) হ্যাঁ - ৯৬.২৪% না - ৩.১৭% মন্তব্য নেই - ০.৫৯% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২৬ - ২০১১-১১-২৭] বিএনপি ক্ষমতায় গেলে একটা নয়, দুইটা পদ্মা সেতু হবে—খালেদা জিয়ার এ বক্তব্যে আপনার আস্থা আছে কি? ভোট দিয়েছেন ৫৪৯৩ জন| হ্যাঁ (২৮০৪), না (২৬০৫), মন্তব্য নেই (৮৪) হ্যাঁ - ৫১.০৫% না - ৪৭.৪২% মন্তব্য নেই - ১.৫৩% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২৫ - ২০১১-১১-২৬] টিপাইমুখ নিয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করা হচ্ছে—পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? ভোট দিয়েছেন ২৮৬৯ জন| হ্যাঁ (২৮৪), না (২৫৫৭), মন্তব্য নেই (২৮) হ্যাঁ - ৯.৯% না - ৮৯.১৩% মন্তব্য নেই - ০.৯৮% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২৪ - ২০১১-১১-২৫] ঢাকাকে দুই ভাগের প্রস্তাব উদ্ভট—আকবর আলি খানের এ বক্তব্যের সঙ্গে কি আপনি একমত ? ভোট দিয়েছেন ৩০৯৮ জন| হ্যাঁ (২৬৮৬), না (৩৯৫), মন্তব্য নেই (১৭) হ্যাঁ - ৮৬.৭% না - ১২.৭৫% মন্তব্য নেই - ০.৫৫% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২৩ - ২০১১-১১-২৪] রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কঠিন—সিইসির এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? ভোট দিয়েছেন ৩৪৩১ জন| হ্যাঁ (৩১৪৬), না (২৭৫), মন্তব্য নেই (১০) হ্যাঁ - ৯১.৬৯% না - ৮.০২% মন্তব্য নেই - ০.২৯% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২২ - ২০১১-১১-২৩] টিপাইমুখ বাঁধ নির্মাণে বাংলাদেশের ক্ষতি হবে না—ভারতের এই আশ্বাসে আপনার আস্থা আছে কি? ভোট দিয়েছেন ৩৮৫২ জন| হ্যাঁ (১৭৭), না (৩৬৫২), মন্তব্য নেই (২৩) হ্যাঁ - ৪.৬% না - ৯৪.৮১% মন্তব্য নেই - ০.৬% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২১ - ২০১১-১১-২২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ’গ’ ইউনিটের প্রশ্নপত্রে ভুলের জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি? ভোট দিয়েছেন ২১৭৬ জন| হ্যাঁ (৩৩৬), না (১৮১৭), মন্তব্য নেই (২৩) হ্যাঁ - ১৫.৪৪% না - ৮৩.৫% মন্তব্য নেই - ১.০৬% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-২০ - ২০১১-১১-২১] টিপাইমুখ বাঁধ নিয়ে বর্তমান সরকার ভারতের কাছে জোরাল প্রতিবাদ জানাতে পারবে বলে মনে করেন কি? ভোট দিয়েছেন ৩৬১২ জন| হ্যাঁ (২৮৭), না (৩৩০০), মন্তব্য নেই (২৫) হ্যাঁ - ৭.৯৫% না - ৯১.৩৬% মন্তব্য নেই - ০.৬৯% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-১৯ - ২০১১-১১-২০] বিচার-বহির্ভূত হত্যার কৌশল পাল্টে এখন গুম করা হচ্ছে—জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? ভোট দিয়েছেন ২৮৭৩ জন| হ্যাঁ (২৫৪২), না (২৯২), মন্তব্য নেই (৩৯) হ্যাঁ - ৮৮.৪৮% না - ১০.১৬% মন্তব্য নেই - ১.৩৬% ## অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-১১-১৮ - ২০১১-১১-১৯] শেয়ারবাজারে শর্তহীনভাবে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের সঙ্গে কি আপনি একমত? ভোট দিয়েছেন ২২১২ জন| হ্যাঁ (৯৬৬), না (১২০৪), মন্তব্য নেই (৪২) হ্যাঁ - ৪৩.৬৭% না - ৫৪.৪৩% মন্তব্য নেই - ১.৯%

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.