শয়তানের মুখ থেকে আমি তোমার দরুদ পাঠ শুনতে চাইনা ;
ছাতা হাতে তোমার জন্যে অপেক্ষার দোহাই দিয়ে নিজেরই শরীর বাঁচানোর লোভ;
তোমারই নামে আওয়াজ তুলে নিজ উদর সাধন ;
ভজনের সীমানায় নদী বাঁধ;
তোমার দেহের "পর দাড়িয়ে জমির সীমাবদ্ধতা চিন্হ;
খেদাও মূহুর্তগুলিতে তোমার নাম হয় তরবারী;
পানশালার নারীও নাগরের মতো তোমার টুপি পরে;
এইবাবে আমিও নিজের রূপ চিন্হিত করি;
তোমার অরূপ মন্ডলে আমি শোয়ানো মরু;
যার দন্ড শিগ্রই কচুকাটা হবে জীহ্বার কাছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।