আজ পূর্নিমা । আজ ইসায়ী তারিখের শেষ দিন । আজ বৃহস্পতিবার । আজ আমি জীবিত এবং তোমার সাক্ষাৎ প্রার্থী হে ইশ্বর ।
আমি জানি গত দিবসগুলোতে তোমার কথা পুরোমাত্রায় ব্যাক্ত করতে পারিনি ।
এবং সে জন্যেই আমি ক্ষমাপ্রার্থী । কারণ আমাকে কোন ক্ষমতাই দেয়া হয়নি ।
যা কিছু বলেছি , যা কিছু লিখেছি , এবং যা কিছু গড়েছি সবই তোমার স্বর ও স্বাভাবিক প্রবহমানতা রক্ষা করার দায় ।
তোমাকে নিয়ে যখন যারা ঝগড়া - ফাসাদ করেছে , আমি তাদের থেকে দু কদম সরে এসেছি , কারণ এর থেকে উত্তম আর কী ! তোমার প্রকাশই তারা ঘটায় সংক্ষিপ্ত স্বরে । আমাকে তুমি ভূগোলের ইতিহাস দান করো ।
দাবি নিয়ে যারা জগৎ পরিভ্রমণ করে তাদের থেকে আমাকে পৃথক করো । কারণ , এখনো আমি তোমার দাবির দখলে ফেলছি নিঃশ্বাস ।
অতএব , যারা বাজার ব্যতিত ব্যবসা খুলেছে তাদের চিন্তায় , সাগরে তরী না ভাসিয়ে বানিজ্য তোলে রক্ত কনিকায় । - তাদের থেকে হে পরম আরাধ্য আমকে তুমি পর করো ।
যেভাবে তুমি পর ও অপরে আছো সেই ভাবে আমাকে মেলাও ।
_ আমেন
তারিখঃ ৩১ ডিসেম্বর ২০০৯ ইসায়ী .
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।