ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে । রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।
সংকট আজকাল সময়ের
সময় নেই বাতাসে ডানা ঝাপটানোর
পাখিগুলো লালনীলসবুজ সুন্দর
বিচিত্র কারুকাজ সব অলস ঝিমোয়
খুব কম সময় ।
সময় নেই নদীর সমুদ্রে মেশার
স্রোত হারিয়ে বাঁকা কুঁজো বিকলাঙ্গ
অপুষ্টিতে ভোগা নদী সমুদ্রের আশীর্বাদ ছাড়া
হয়ে ওঠে বস্তির ঘন থকথকে নর্দমা ।
সময় নেই সৌর অগ্নিরথ
এখন আর বিভ্রমে ভোলে না পথ
সৈকত বালুবেলায় ঝলসে ওঠে না
শতকোটি সূর্যের প্রতিফলিত শব্দকনা ।
সময় পায় না অসংখ্য ঝিঝির ডাক
রহস্য সন্ধ্যা নামে না প্রান্তরে নেই কবিতার ঝাঁক ।
কবিতা সময়ের অভাবে ডানাহীন প্রজাপতি
আর্থোপোড বহিঃকংকাল সমকালের প্রতিদ্বন্দীহীন স্থপতি ।
সময় হয় না জোছনার আলো বিয়ানোর
সময় হয় না নিস্তরঙ্গ পানির উপর
সাদা দুধফেনার রঙ মাখা বকের প্রতিবিম্বের
আকাশ নীলও নয়
সাদা মেঘে ঢাকাও নয়
সময় নেই তাদের আজন্ম আলিঙ্গনের ।
অসীম সরল ধূলোর রাস্তাগুলো
সময় চেয়ে ফিরে কুচকে বক্র কুৎসিত কাঠামো ।
সময় হয় না নৈশব্দের গন্ধে মাতোয়ারা
কৃষ্ণশূন্য রাত্রির, রাত্রির অবসরে কবিতার রোজনামচা ।
শুধু আমি সময়ের গহবরে
বিস্তৃত আলস্য অর্থহীনতার সাথে
সময়ের একমাত্র সঙ্গী হয়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।