আমাদের কথা খুঁজে নিন

   

হিমেল কাব্য

আমার কবিতারা বড় অসহায় আজ তাদের চোখের পাপড়িতে কেন সর্বগ্রাসী অন্ধকার? কলমে নেই কালি শুধু রক্তের বসন; মূঢ় এই আমি তাই খুজি নৈশব্দের নির্বাসন। কি হবে প্রেমের কবিতালিখে? পেয়ে সস্তা কবিত্ব যদি সন্তান হারা মা-র অশ্রুর ফোটা ভিজিয়ে দেয় আমার পঙতির আত্না? যখন নিষ্পাপ তরুণের জীবন উপন্যাসের শেষ পাতাটা লেখা হয় নীল অথবা কাল দস্যুর হাতে, আর সকালবেলার পাঠককে নিরাসক্ত করে তোলে যাবতীয় খুন-ধর্ষণ সংবাদ; সব হারানো রাজ্যে কি এতই অদৃশ্য সবার বিবেক? বড়ই রুক্ষ এই জীবন, কবিতাহীন আমার কবিতারা ক্লান্ত এখন কারাগারের রাত গোনা কষ্ট। এখানে নেই মানবতা আর শুষমা শুধু নগ্ন হীন শীত আজ লোভের, শঠতা আর প্রতিশোধের ভাতের দানার মত আঠাল মনুষ্য। আমি তোমাদের ঠোটে প্রৃথিবীর শ্রেষ্ঠ কবিতা লিখে দেব তোমাদের প্রেমিকার হাতে এনে দেব গোধূলীর মিঠে আলো শুধু একবার বেরিয়ে এসো আকাশের নিচে শ্বাস নাও ফুসফুস ভরে চিৎকার করে বল, ‘জাগো বাহে, কোন্ঠে সবাই?’ এতই কী হিমেল ঘুম কোটি বিবেকের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.