আমাদের কথা খুঁজে নিন

   

তব্দা পার্ট ১

কিচ কিচ কুচ কুচ কাচ কাচ কোচ কোচ!!! একই কম মেড আইটেমে ৯ টায় প্রথমবার, ১১ টায় দ্বিতীয়বার এবং সাড়ে ১২ টায় তৃতীয়বার পেনডিঙ খেয়ে বিষণ্ণ বদনে রুমে এলাম। এসে দেখি আমার রুমমেটের মন খারাপ। ভীষণ রকমের খারাপ। ভীষণ ভীষণ রকমের খারাপ। আমি অবাক হলাম।

আমার এই রুমমেট সম্প্রতি প্রেমে পড়েছে। উথাল পাথাল প্রেম। দুনিয়া উল্টানো প্রেম। প্রেমের আর্লি স্টেজে থেকে কারো তো মন খারাপ থাকার কথা নয়! তাদের থাকা উচিৎ ইউফোরিক। অথচ আমার বন্ধুর মন খারাপ।

ব্যাপারটা কি? আমি জিজ্ঞেস করলাম, "কি হইছে তোর?" ও উত্তর দিল, "দোস্ত, আমার গার্লফ্রেন্ডের তো..." "কি?" "বিয়ে হয়ে গেছে"। উহ! প্যাথেটিক!! ওদের প্রেমের এক মাসও হয় নি। আর এরই মধ্যে... আমি বন্ধুটির পাশে বসে বললাম, "দোস্ত, মন খারাপ করিস না। যা হইছে ভালই হইছে"। "** হইছে।

" "আরে, চিল ম্যান! দেখ আমাদের দেখ। আমরা কত সুন্দর সিঙ্গেল আছি, যখন ইচ্ছা পড়ি যখন ইচ্ছা খাই যখন ইচ্ছা ঘুমাই ক্লাস ফাঁকি দিই আইটেম পেনডিঙ দিই যখন ইচ্ছা ফুটবল খেলি যখন ইচ্ছা ফিফা খেলি, কেউ কিছু বলে? ব্যাচেলর লাইফ তো আর পাবি না, এইটাই জীবনে মজা করার শেষ সময়। এনজয় ম্যান! চিল ম্যান!!" "**"। "আর মেয়েদের কোন বিশ্বাস আছে? মুখে যতই বলুক বালুবাসি মইরা যামু কিন্তু ভাল প্রতিষ্ঠিত পাত্র পাইলে সব মেয়েই শেষমেশ রাজি হয়ে যায়। তুই এইটা জানতি না? মেয়েরা খুব খারাপ দোস্ত, খুব খারাপ।

তোর গার্লফ্রেন্ডের বিয়া হয়ে গেছে, তুই বাঁচছস। নাইলে আরও অনেক পেইন খাইতি"। "**"। "দোস্ত তুই মন খারাপ করিস না। আর তোর গার্লফ্রেন্ডের চেহারাও তো খুব একটা ভাল ছিল না।

কথাও বলত কাউয়ার মত। এর জন্য তুই এখন কান্নাকাটি করলে হবে? তুই আরও অনেক অনেক ভাল আর সুন্দরী শুচিস্মিতা সুস্মিতা মাইয়া পাবি। এইটা গেসে, মনে কর একটা পেইন গেসে"। "ধুর **"। এভাবে প্রায় আধঘণ্টা চেষ্টার পরেও আমি আমার রুমমেটের মন ভাল করতে পারলাম না।

শেষমেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, "তা তোর এক্স গার্লফ্রেন্ড কারে বিয়া করল?" গত আধঘণ্টা ধরে মুখ প্যাঁচার মত করে রাখা আমার রুমমেট হঠাৎ তার বত্রিশ পাটি দাঁত বিকশিত করে জবাব দিল, "আমারে"। টাসকি খায়া গেলাম। তব্দা খায়া গেলাম। আরও কি কি খাইলাম তা এখনও বাংলা অভিধানে আসে নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।