কিচ কিচ কুচ কুচ কাচ কাচ কোচ কোচ!!! এই গল্পটা যথারীতি আমার সেই সদ্যবিবাহিত রুমমেটকে নিয়ে।
কম মেড থার্ড টার্ম দিয়ে বিষণ্ণ বদনে রুমে ফিরলাম। নতি ম্যাডাম যা ধরেছেন কিছুই পারি নাই। শেষে টিটেনাসের এজেন্ট টিটেনাস ভাইরাস বলার সাথে সাথে ম্যাডাম ক্রূর হাসি হেসে আমায় বিদায় করেছেন। তার দৃষ্টিতে যতদূর মনে পড়ে স্পষ্ট আমন্ত্রণ ছিল, "দেখা হবে বন্ধু, কারণে বা অকারণে"; কারণ মানে টার্মের সাপ্লি আর প্রফের ভাইভা কিন্তু অকারণটা কি সেটা জানি না।
রুমে এসে দেখি আমার বন্ধু মহা আনন্দে তার এক্স গার্লফ্রেন্ড, মতান্তরে বর্তমান স্ত্রী, মানে আমাদের ভাবীর সাথে মোবাইলে ফুচ ফুচ করে কথা বলছে। একটু পরপরই তাকে হা হা হু হু হি হি ইত্যাদি শব্দ করে হেসে উঠতে দেখা যাচ্ছে।
আমি বললাম, "কি রে, ভাইভা কেমন দিলি?"
সে মহা বিরক্ত হয়ে ভাবীকে বলল, "জানটু দাঁড়াও, একটু মাইনাস করে আসি"; ভাবী ফোন রেখে দিতেই সে আমাকে বলল, "কামের সময় এত ডিস্টার্ব দেস ক্যান?"
"আগে বল ভাইভা কেমন হইছে?"
"ভাল। অস্থির। চরম"।
"কেমন চরম?"
"কেমন আবার? ম্যাডামের কাছে গেলাম, ম্যাডাম একে একে সাতটা কোশ্চেন করল, সবই একদম এক্স্যাক্ট অ্যানসার করলাম। অষ্টম কোশ্চেনে বেঁধে গেলাম, ম্যাডাম হেসে নাম্বার বসায়া দিল। ব্যস, ভাইভা শেষ"।
"তাই?? কস্কি মুমিন!!!"
আমার দিকে চরম অবহেলার দৃষ্টি হেনে বন্ধু আমার আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। আমি হা করে তার দিকে তাকিয়ে রইলাম।
***
সত্য কখনও চাপা থাকে না, অন্তত আমার কাছ থেকে তো নয়ই। পাঁচ দিনের মধ্যে সারা ডিএমসি জেনে গেল, স্টুডেন্ট অমুক রোল তমুক থার্ড টার্ম কম মেড ভাইভায় কোপায় দিয়ে আসছে। রেসপেক্ট ম্যান!!!
***
কম মেডের রেজাল্ট দিবে শুনে তড়িঘড়ি করে ডিপার্টমেন্টে গেলাম। গিয়ে দেখি ওখানে তিল ধারণের জায়গা নাই, যারা পরীক্ষা দেয় নাই তারাও আসছে, এমনকি সিনিয়র জুনিয়ররাও অনেকে আসছে, সবাই আসছে আমার বন্ধুর রেজাল্ট দেখার জন্য।
একটু পরে এক ম্যাডাম রেজাল্ট হাতে করে নিয়ে আসল।
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম বন্ধুর রেজাল্টের জন্য।
নোটিশটা বোর্ডে টানানো হল।
বন্ধুর রেজাল্ট দেখে সবাই নিঃশ্বাস ফেলতে ভুলে গেল। অজ্ঞান হয়ে গেল চার পাঁচটা মেয়ে।
বন্ধু আমার কম মেডের ইতিহাসে রেকর্ড করেছে।
সে "শূন্য" (০) পেয়েছে।
***
হলে এসে সবাই বন্ধুকে ছেঁকে ধরল কাহিনীটা কি জানার জন্য। তাদের ধারণা নিশ্চয়ই রেজাল্ট তুলতে ভুল হয়েছে।
সবাইকে টাসকিত করে বন্ধু বলল, "নাহ, ঠিকই আছে"।
আমরা অবাক হয়ে বললাম, "তাইলে যে তুই বললি তুই প্রথম সাতটা কোশ্চেনের সঠিক উত্তর দিছিস, এইটা কি চাপা ছিল?"
সে বলল, "না তো"।
আমরা বললাম, "তাইলে কেমনে কি?"
বন্ধু বলল, "তাহলে শোন আমার ভাইভা কেমন ছিল।
ম্যাডামঃ তোমার নাম কি?
অমুক।
ম্যাডামঃ রোল কত?
তমুক।
ম্যাডামঃ বাসায় থাকো না হোস্টেলে?
হোস্টেলে।
ম্যাডামঃ আমার ক্লাস কর?
না ম্যাডাম।
ম্যাডামঃ কর না?
না ম্যাডাম।
ম্যাডামঃ পড়ে আসছো?
না ম্যাডাম।
ম্যাডামঃ কিছুই পড় নাই?
না ম্যাডাম।
ম্যাডামঃ বল, কম মেড কাকে বলে?
জানি না ম্যাডাম।
গেট লস্ট।
থ্যাঙ্ক ইউ ম্যাডাম"।
টাসকি খাইলাম। তব্দা খাইলাম। আমার বন্ধু মনের সুখে আবার ভাবীর সাথে কথা বলা শুরু করল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।