বি + >>>> >>>> দেশবাসীর জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সমগ্র লিবিয়া জুড়ে মুয়াম্মার গাদ্দাফি ভূ-গর্ভস্থ পাইপলাইন নেটোয়ার্ক নির্মাণ করেছিলেন, তা পরিচিতি পেয়েছে 'বিশাল মনুষ্যনির্মিত নদী' (Great Manmade River) নামে। বিশ্বের বৃহত্তম এ প্রকল্পটিকে খোদ গাদ্দাফি গর্ব করে বলতেন 'পৃথিবীর অষ্টম আশ্চর্য'। সির্ত, ত্রিপলি, বেনগাজিসহ লিবিয়ায় অন্যান্য মরু অঞ্চলে খাবার পানি সরবরাহ ও সেচকাজের জন্য লিবিয়া জুড়ে দুই হাজার ৮৪০ কি.মি. দীর্ঘ ভূগর্ভস্থ পাইপ নেটোয়ার্ক নির্মিত হয়েছে এ প্রকল্পটিতে। ১৯৫৩ সালে লিবিয়ার দক্ষিনাঞ্চলে তেল অনুসন্ধান করতে গিয়ে বিশালায়তন এক ভূগর্ভস্থ জলাধারের খোঁজ পাওয়া যায়। ১৯৬০ সালের শেষে ৪০ হাজার বছর পুরোনো এ জলাধার থেকে 'বিশাল মনুষ্যনির্মিত নদী প্রকল্প' (Great Manmade River) বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। ১৯৮৩ সালে লিবিয়ার কংগ্রেসে এ প্রকল্প প্রস্তাবটি পাশ হয়। কোন প্রকার বৈদেশিক ঋণ বা অনুদান ছাড়াই, পুরোপুরি নিজস্ব অর্থায়নে ২৫ বিলিয়ন ডলারের বিশাল এ কর্মযজ্ঞের নকশা প্রণয়ন করেন মার্কিন প্রকৌশল প্রতিষ্ঠান ব্রাউন অ্যান্ড রুট (Brown & Root) ও প্রাইস ব্রাদার্স (Price Brothers)। সোর্সঃ ফেসবুক পেইজ উইকিপিডিয়া গুগল কারেন্ট অ্যাফেয়ার্স
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।