লক্ষ্য দু'টা- শান্তি বিনষ্ট না করা, আর পৃথিবীটা ঘুরে দেখা মুয়াম্মার গাদ্দাফিকে নিয়ে আচমকা পরিবর্তন হলো মিডিয়ার ভূমিকা। লিবিয়াকে রক্ষায় তার অবদানকে এখন প্রশংসনীয় করা হচ্ছে। আর আমেরিকার আগ্রাসী ভূমিকার সমালোচনা করা হচ্ছে। মৃতু্যর পরে ভালো বলতে হয় বলেই কী এমন হচ্ছে, নাকি অন্য কিছু। অথচ এ গাদ্দাফিই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়ে সহায়তা করেছিল। তার জন্যই যদি সহানুভূতি এমন, তবে যুদ্ধাপরাধীরাও তো পার পেয়ে যাওয়ার কথা আমাদের মিডিয়াতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।