মুয়াম্মার গাদ্দাফি হত্যা ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মাতম’ এর আয়োজন করেছে ‘শহীদ গাদ্দাফি সংহতি’। বৃহস্পতিবার বিকেলে এই ‘মাতম’ এর আয়োজন করা হয়।
সাম্রাজ্যবাদী আগ্রাসন ও গাদ্দাফি হত্যার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির প্রধান সমন্বয়কারী খামেনি এহসান বলেন “গণতন্ত্রের অজুহাত দিয়ে লাভ হবে না। গনতন্ত্রে দোহাই দিয়ে ইরাকে সাদ্দামকে হত্যা করা হয়েছে। বানানো হয়েছে একটি পুতুল সরকার।
গোটা আরব বিশ্বকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। আজ গাদ্দাফিকে হত্যা করে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, আসলে তা কোনোদিন বাস্তবায়িত হবে না। আরো একটি পুতুল সরকার বানিয়ে নির্যাতন করা হবে সাধারণ নাগরিকদের। ”
এছাড়াও বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, বান কি মুনসহ এ ঘটনার সাথে জড়িত সবাইকে জবাবদিহিতার দাবি জানান তারা।
‘মাতমে’ আরো উপস্থিত ছিলেন মো. মামুন হোসেন, ফয়সাল আকবর, আলমগীর হেসেন প্রমুখ।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।