আমাদের কথা খুঁজে নিন

   

গাদ্দাফির উইল !!!!!!!!!!!!!!

লিবিয়ার প্রয়াত লৌহমানব কর্নেল মুয়াম্মার গাদ্দাফির একটি উইল প্রকাশ করেছে তার নিজস্ব ওয়েবসাইট সেভেন ডেইজ নিউজ। মৃত্যুর আগে ওই উইলটি তিনি নিরাপত্তার জন্য তিনজন আত্মীয়ের কাছে রেখেছিলেন বলে জানা যায়। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন, একজন আটক রয়েছেন এবং অপরজন সিরতে যুদ্ধের সময় পালিয়ে যেতে সক্ষম হন। আরবিতে লেখা উইলটি বাংলা অনুবাদ: এটা আমার উইল। আমি মুয়াম্মার বিন মোহাম্মদ বিন আবদুস সালাম বিন হুমায়ুদ বিন আবু মানিয়ার বিন হুমায়ুদ বিন নায়েল আল ফুহসি গাদ্দাফি, শপথ করছি যে, আল্লাহ ছাড়া কোন প্রভু নেই এবং মুহাম্মদ (স) তার নবী।

আমি প্রতিজ্ঞা করছি, আমি মুসলিম হিসেবেই মরব। নিহত হলে, আমি চাই আমাকে যেন মুসলিম রীতি অনুযায়ী সমাহিত করা হয়। মৃত্যুর সময় যে কাপড়ে থাকব সে কাপড়েই এবং শরীর না ধুয়েই সিরতের গোরস্থানে যেন সমাহিত করা হয়, আমার পরিবার ও আত্মীয়দের পাশে। আমি চাই, আমার মৃত্যুর পর আমার পরিবার বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে যেন ভাল ব্যবহার করা হয়। লিবিয়ার জনগণের উচিত তাদের আত্মপরিচয়, অর্জন, ইতিহাস এবং তাদের সম্মানিত পূর্ব পুরুষ ও বীরদের ভাবমূর্তি রক্ষা করা।

লিবিয়ার জনগণের উচিত হবে না, স্বাধীন ও শ্রেষ্ঠ মানুষদের ত্যাগের ইতিহাস বিসর্জন দেওয়া। আমার সমর্থকদের প্রতি আহ্বান, তারা যেন প্রতিরোধ করে যায় এবং লিবিয়ায় আজ, আগামীকাল এবং সবসময়ের জন্য বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করে। বিশ্বের সব স্বাধীন মানুষকে জানিয়ে দাও, ব্যক্তিগত নিরাপত্তা ও সুস্থির জীবনের জন্য আমরা যথেষ্ট দরকষাকষি করেছি এবং সামর্থ খাটিয়েছি। এর বিনিময়ে আমাদের অনেক কিছু দিতে চাওয়া হয়েছিল কিন্তু এই সংঘাতের সময় দায়িত্ব ও সম্মানের রক্ষাকারী হিসেবে দাঁড়ানোকেই আমরা বেছে নিয়েছি। যদি আমরা তাৎক্ষণিকভাবে বিজয়ী নাও হই তবু আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে এই শিক্ষা দিয়ে যেতে পারব, জাতিকে রক্ষা করার দায়িত্ব বেছে নেয়া হলো সম্মানের আর এটা বিক্রি করে দেয়ার মানে সবচে বড় বিশ্বাসঘাতকতা।

যে দায়িত্ব বেছে নিলে ইতিহাস চিরকাল মনে রাখবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।