আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হস্তান্তরের আগে লিবিয়াতেই মুয়াম্মার গাদ্দাফির বিচার হবে বলে জানিয়েছে বিদ্রোহীদের অর্ন্তর্বতীকালীন জাতীয় পরিষদ (টিএনসি)।
টিএনসি'র মুখপাত্র আবদেল হাফিজ গগা মিশরের সরকারি টেলিভিশনকে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। তিনি (গাদ্দাফি) এখনো লিবিয়াতেই আছেন। তার কোথাও পালিয়ে যাওয়ার সুযোগ নেই।
গগা বলেন, "গাদ্দাফি এখনো লিবিয়াতেই আছেন, ত্রিপোলিতে না থাকলে দক্ষিণের দিকে পালিয়ে গিয়ে থাকতে পারেন।
"
"গাদ্দাফিকে ধরার জন্য আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তরের আগে লিবিয়াতেই তার বিচারের চেষ্টা চালানো হবে" বলেন গগা।
কিন্তু বিদ্রোহীরা যদি গাদ্দাফির দেশত্যাগের বিষয়টি মেনে নেয়, এ প্রশ্নের জবাবে গগা বলেন, "এ অসম্ভব। তাকে কিছুতেই যেতে দেওয়া হবে না। গাদ্দাফির চাওনা না চাওয়ার কোনো মূল্য এখন আর নেই।
"
মঙ্গলবার ত্রিপোলিতে গাদ্দাফির দূর্গ বাব আল আজিজিয়া দখলের পর থেকে বিদ্রোহীরা উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রের ৪২ বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হন্যে হয়ে খুঁজছে।
কিন্তু গাদ্দাফি কোথায় রয়েছেন তা এখনো অজ্ঞাত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।