আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রাসা

আপনার সন্তান, ভাই, আত্মিয় বা পরিচিত কাউকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে ভাল কোন প্রতিষ্ঠান খুজছেন!!! তাহলে ঘুরে দেখে যেতে পারেন, 17 পুরানা পল্টন, ঢাকায় অবস্থিত তা’লীমুল ইসলাম ক্বওমী মাদ্রাসাটি। আগামি 11/07/2013 (2য় রমযান) থেকে অত্র মাদ্রাসার মক্তব ও হিফজ বিভাগে একযোগে ভর্তি শুরু হবে। বি.দ্র. নির্দিষ্ট আসনের অতিরিক্ত ছাত্র ভর্তি করা হয় না। বিস্তারিত জানতে/কোন কিছু জিজ্ঞাসা করতে ভিজিট করুন Click This Link পোস্টটি share করে কারো ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণে অবদান রাখুন। প্রতিষ্ঠানের নাম : তা’লীমুল ইসলাম ক্বওমী মাদৃরাসা।

প্রতিষ্ঠাকাল : 2001খ্রি.। অবস্থান : পুরানা পল্টন, ঢাকা-1000 (বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেইট থেকে উত্তর পশ্চিম কোনে পায়ে হেটে 2 মিনিটের রাস্তা)। কার্যক্রম : বর্তমানে অত্র মাদ্রাসা নিম্নোক্ত বিভাগসমূহে কার্যক্রম পরিচালনা করছেbr /> মক্তব বিভাগ : এ বিভাগে 3 বৎসরে (মক্তব প্রথম বর্ষ, মক্তব দ্বিতীয় বর্ষ ও মক্তব তৃতীয় বর্ষ) ছাত্রদেরকে তাজভীদসহ কুরআন শরীফ নাযেরা ও হিফয পড়ার উপযোগী করে গড়ে তোলা হয়। বিশেষ ফযীলতের সূরা, প্রয়োজনীয় মাসআলা, হাদীস, মাসনূন দোয়া মুখস্ত করানো ও সরকারি পাঠ্যসূচী অনুযায়ী প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বোর্ড বই ও ইংলিশ মিডিয়ামের কিছু বই পড়ানো হয়। হিফয বিভাগ : এ বিভাগে 4 বৎসরে পুরো কুরআন শরীফ মুখস্ত করা ও শোনানো সহ সরকারি পাঠ্যসূচী অনুযায়ী চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর বোর্ড বই পড়ানো হয়।

বৈশিষ্ট্যসমূহ: * অত্যন্ত প্রশস্ত, নিরিবিলি ও মনোরম পরিবেশে ছাত্রদের ক্লাশ ও আবাসন ব্যবস্থা। * সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা। * গরীব ও মেধাবী ছাত্রদের জন্য ফ্রি লেখা-পড়ার ব্যবস্থা। * আসন সংখ্যার অতিরিক্ত ছাত্র ভর্তি করা হয়না। * ইসলামী সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ক্বিরাত ও ইসলামি সংগীত শিক্ষার সু-ব্যবস্থা।

* প্রতি বিষয়ের উপর মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। * ছাত্রদের মেধা বিকাশের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় মর্যাদাপূর্ণ দিবসে এবং বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা ও অনুষ্ঠানের মাধ্যমে বক্তৃতা ও উপস্থাপনা করার উপযোগী হিসাবে গড়ে তোলা হয়। * বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে। * অভিজ্ঞ আলেম, হাফেজ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠ দান করা হয়। * প্রতি শিক্ষাবর্ষের সেরা ছাত্রদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

* স্বাস্থ্য, খাবার, পোশাক ও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। * অনুপম চরিত্র গঠন ও আকষর্ণীয় ব্যক্তিত্ব বিকাশের জন্য বিশেষ দৃষ্টি প্রদান। খাবার সংক্রান্ত তথ্য : * সকালের নাস্তা। * দুপুরের খাবার। * বিকালের টিফিন।

* রাতের খাবার ভর্তি সংক্রান্ত তথ্য : ভর্তি হতে হলে অফিস থেকে ফরম সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি ফি : 6000 টাকা (এক বছরের পরীক্ষার ফি সহ)। মাসিক বেতন : 700 টাকা। মাসিক খোরাকি : 2100 টাকা। মোট মাসিক খরচ : 2800 টাকা।

বি.দ্র. রুচিশীল, স্বাস্থ্যসম্মত ও পর্যাপ্ত পরিমাণ খাবার পরিবেশন করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.