আমাদের কথা খুঁজে নিন

   

গৌতম ঘোষের 'মনের মানুষ' নিয়ে আর্টস-এর বৈঠক

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। মনের মানুষ (কিস্তি ১) ১৫০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ‘মনের মানুষ‘ মুক্তি পায় ২০১০ সালের ০৩ ডিসেম্বর। পরিচালক গৌতম ঘোষ। প্রযোজনা করেছেন গৌতম কুণ্ডু এবং হাবিবুর রহমান খান।

বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত। উপন্যাস মনের মানুষ প্রকাশিত হয় ১৪১৫ বঙ্গাব্দে দেশ পত্রিকার শারদীয় সংখ্যায়...। মুক্তির পরে মনের মানুষ দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পায়। মুগ্ধ দর্শকের বিপরীতে বহু দর্শক ক্ষুব্ধ হয়েছেন। সাম্প্রতিক বাংলাদেশে লালন নিয়ে ভাবেন, লেখেন, করেন–এমন অনেকেই মনের মানুষ-এ পরিবেশিত লালনকে গ্রহণ করতে পারেননি, মনের মানুষ-এ লালন ও তাঁর দর্শন খণ্ডিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন।

এই কনটেক্সটে ২০১১ সালের ২৪ জানুয়ারি সন্ধ্যায় আর্টস বৈঠক ডাকা হয় bdnews24.com-এর তখনকার ধানমণ্ডি অফিসের সভাকক্ষে। বৈঠক সঞ্চালন করেছেন ব্রাত্য রাইসু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— ফরহাদ মজহার (কবি, লেখক ও গীতিকার) সলিমুল্লাহ খান (শিক্ষক, লেখক ও অনুবাদক) গৌতম দাস (লেখক, প্রবাসী) মানস চৌধুরী (শিক্ষক, লেখক) রাজু আলাউদ্দিন (কবি, সাংবাদিক) জাকির হোসেন রাজু (চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা) ফাহমিদুল হক (শিক্ষক ও লেখক) অরূপ রাহী (গায়ক, সংস্কৃতি-রাজনীতি চিন্তুক) মোহাম্মদ আজম (শিক্ষক ও লেখক) সাবরিনা সুলতানা চৌধুরী (শিক্ষক) মুসতাইন জহির (লেখক) এস এম রেজাউল করিম (লেখক) (সম্পূর্ণ লেখা)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.