.............।
অসহায় আর একাকীত্বের মিশ্রণে
নিষ্প্রভ প্রাণের স্পন্ধন ;
যখন মন্থর, ক্লান্ত-শ্রান্ত
হঠাৎ আচমকা দমকা হাওয়া,
এলোমেলো হয়ে যাওয়া ভূবনে আমার
সান্তনার আবহ সুরের বড়ই অভাব,
কেন কূলে এসে তরীখানি ডুবে যায়
চাইনি জানতে-
সময়ের অকস্মাৎ গড়ে যাওয়া ঘুরপাকের মাঝে
হেরে যাওয়ার উপক্রম প্রায়,
ঠিক সেই মুহূর্তে তুমি এলে সামনে
আমি তো ধরবোই আকঁড়ে,
বাচাঁর তাগিদে।
সাময়িক সময়ের জন্য মনে হয়েছিল,
সমস্ত অন্ধকার যেন সরে গিয়ে
সূর্যের আলো দেখা দিল ;
সেই আলোর বন্যায়-
যা ছিল অনাদরে, অবহেলায়-
নতুন করে যেন প্রান পায়,
বসন্তের কোকিলা-
ছড়িয়ে দেয় তার সুরের ঝর্না,
ফুলের সমারোহে কত ভ্রমরের গুঞ্জন।
তুমি তো জান-
আমি হতে চেয়েছি প্রজাপতি,
পাখার নানা রঙের আলপনায়
তুমি হতে চেয়েছিলে ছবি ;
দূরে বহুদূরে-
পাড়ি জমাতে চেয়েছি আমাদের স্বপ্নের ভূবনে,
জানিনা সে চাওয়ার-
কতটুকু গ্রহন করেছেন বিধাতা।
আমি তো অনন্তখেয়ায় পাড়ি দিয়েছি
সঙ্গী করেছি তোমায়,
পিছু হঠ্বার কোন কারণ দর্শিও না
পাছে হেরে যাবে তুমি,
সুদূর প্রসারী ভাবনাগুলো-
একে একে গুটিয়ে ;
এনে দিতে পারবে কি একটি মুঠোয় ?
তবে প্রশান্ত মহাসাগর যে
রুদ্ধ করে দিবে তার গতিপথ,
থেমে যাবে সময়ের বিরামহীন চলা ;
আমাদের প্রেম তো প্রকৃতিরই লীলা।
সীমাহীন বন্ধনে-
ঢেকে রেখেছে পৃথিবীকে,
তার পবিত্র আভা প্রকৃতির সর্বত্রই ছড়িয়ে
তাইতো তুমি এতো কাছে,
অনুভবে-অভিমানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।