পরবাসে....
ওহে পরদেশিনি! তোমার ঠিকানা নাহি যানি,
মায়াবি রুপের বাহারে তুমি সুন্দরের রানী।
ওই আখি যবে খোলো ,আধারে ও একঝলক আলো
যখন তুমি চলো প্রকৃতি দুলে উঠিলো
অপেক্ষায় আছি তোমারই জন্য বহুকাল হল
বন্ধুগন! ওইতো শখি মোর এতদিন পরে এলো
মনে হলো একঝাক বৃস্টি ও ততপরবর্তি আলো
তুমি যদি সত্যি সত্যি ভালোবেসে ফেলো
সুস্কমরুময় রাজ্য সবুজ হলুদে ভরে গেলো
আমার দেশে যাবে শখি, আমারই ভাষায় বলো
কত ভালোবাসা চাই তোমার যেমন যেমন করে
অসিম ভালোলাগা জমে আছে তোমায় ঘিরে
আমার জগৎয়ে তোমায় রখবো তাজ করে
যাবে আমার সাথে অচিন সে নদীর তীরে
সাদাবক উড়ে যায়, পানকৌড়ি ডুবিয়ে মাছ আহারে
শীতের কালে শাপলা ফোটে ,শীশির ভেজা ভোরে
যাবে শখি সেই নদীমাতৃক দেশে ,যেথায় মায়াবি হরিন চরে
তোমায় নিয়ে যাব পৃথিবীর দীর্ঘতম সূমুদ্রের সৈকত পাড়ে
বন্দুয়া তোমায় সাথে নেব সুন্দরির বন বাদাড়ে
সারাদিনমান আদর দেব অতি আপন করে
চলো বন্দু! আলোহিন গৃহ মোর কিরনে যাবে ভরে।
এস আই মুরাদ ১১:১৬পিএম/২২/১১/২০১০
কেলাং/কেএল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।