আমাদের কথা খুঁজে নিন

   

অনুভবে দু'জনে

সারা জীবন দু'জন দু'জনকে ভালবাসতে চাই । আর কিছু চাইনা ।
আজ ১৪ই ফেব্রুয়ারি ২০০৯..বিশ্ব ভালোবাসা দিবস। আমাদের জীবনের প্রথম ভালবাসা দিবস। এই দিনটার বিষে(আম)ষত্ব আমাদের কাছে আরো অনেক বেশি।

আজ আমাদের দু'জনের একসাথে লিখতে বসা..জীবনের বাকিটা পথ দু'জনে একসাথে চলার উদ্দেশ্যে শক্ত মুঠিতে হাতে হাত ধরা..দু'জনের একসাথে স্বপ্ন সাজানোর যাত্রা শুরু..দু'জনের একসাথে স্বপ্ন পূরণের যাত্রা শুরু.. দু'জনের হাতে হাত ধরে প্রতিটা ইঞ্চি একসাথে পথচলা.. দু'জনের একসাথে চোখে চোখে কথা বলা.. দু'জনের একসাথে হেড়ে গলায় গান গাওয়া.. দু'জনের একসাথে বিশ্রি বিশ্রি রান্না করা.. দু'জনে একসাথে ভালোবাসার রং গড়বো.. দু'জনে একসাথে খালি পায়ে শ্বেত শুভ্র বরফে হাঁটবো.. দু'জনে একসাথে দুজনের উষ্ণতায় দিন কাটাবো.. দু'জনে একসাথে হারিয়ে যাব দূর অজানায়.. দু'জনে একসাথে মেতে উঠব মিষ্টি মধুর ঝগড়ায়.. আমরা দু'জনে একসাথে ভালোবাসবো আজ থেকে কাল আরো বেশি...কাল হতে পরশু...পরশু হতে তরশু...আরো বেশি..আরোও বেশি... এত ভালোবাসবো দুজন দুজনকে যা কেউ কোনদিন কাউকে বাসেনাই..যে ভালোবাসা কেউ কোনদিন দেখেনাই..যে ভালোবাসা কেউ কোনদিন অনুভব করেনাই..এমনই ভালোবাসা আমরা বাসবো যা হবে সবার থেকে আলাদা, পবিত্র। এ তো আমাদেরই ভালোবাসা, দু'জন মানুষের ভালোবাসা। হয়ে গেছি আমরা দুটি মানুষ দুজনার সারা জীবনের জন্য। ইনশাল্লাহ। মোট কথা হইল কিয়া ভ্যলেন্টাইনস ডে টে বুঝিনা ভালোবাসতে বাসতে শহীদ হই্য়া যামুগা আমরা দু'জনে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।