আমি যে পথে হেটেছিলাম সে পথে কোন পদচিহ্ণ ছিল না, ফিরতি পথে জনারণ্যে আমার পদচিহ্নের অস্তিত্ব খোজার সাহস করিনি যদি চলে যাও তবে সূর্যটাকে সাথে নিয়ে যাও আমার আধারই ভালো, আধারে নিমগ্ন আমার জগতে দু:খগুলো শরতের চাঁদ হয়ে উঠবে পশ্চিম আকাশে। আমি চেয়ে থাকবো আমার দু:খগুলোর দিকে, আমার না করা ভুলগুলোর অনুশোচনায় দগ্ধ হয়ে জোছনার আলোয় স্নানিত হবো; ভাববো না একবারও তোমার কথা ভাববো কেন ? এইতো বেশ ভালোই আছি আধারময়তায়, নি:সঙ্গ বেঁচে থাকা নিজের সাজানো তবুও অগোছালো জগতে, ভ্রান্তিময় স্বপ্ন নিয়ে। তবুও তো চলে যাবে জীবন সময়ের স্রোতে হয়তো ডুবে যাবে নয়তো ভেসে যাবো আমিও.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।