আমাদের কথা খুঁজে নিন

   

আরেক ঐতিহাসিক বদনাম ঘাড়ে নিল আ’লীগ

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। ৪০০ বছরের ঐতিহ্যমন্ডিত রাজধানী আমাদের এই ঢাকা। যখন আ’লীগের সমর্থকরা পর্যন্ত ঢাকাকে ভাগ করার কী দরকার ছিল মনে করছেন.........তখন কী এমন উন্নয়ন করার জন্য ঢাকা দুভাগ করা হচ্ছে আপনারা কী বলতে পারেন? আমার মনে হয় নারায়নগঞ্জ এবং অন্যান্য সিটি কর্পোরেশনের মত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্যই এতসব। ঢাকাকে দুভাগ করলে আ’লীগের নির্বাচনের ২ প্রার্থি দিয়ে কিছুটা হলেও ক্ষতি পোসানোর চেষ্টা করবে হয়ত। যেখানে ১ প্রার্থী দিলে হারা অনেকটা নিশ্চিত ছিল হয়তবা, কারন একাধিক আ’লীগের প্রার্থীরই ঢাকার মেয়র হউয়ার ইচ্ছা আছে। এক্ষেত্রে আসন্ন নির্বাচনের নারায়নগঞ্জের মত অবস্থা হতে পারে জেনে আগে থেকেই আ’লীগ হয়ত এই পদক্ষেপ নিয়েছে। আর কোন কারন আছে কিনা আমি জানি না, তবে উন্নয়নের জন্য এত কিছু, এত ভাবনা কি সরকারের কোনদিন ছিল......? থাকলে জিনিসপত্রের দাম এত কেন, শেয়ারবাজারে মানুষ নিঃস কেন, রাস্তাঘাটের এই বেহাল দশা কেন, আইন শৃংখলার এত দুরবস্থা কেন যে সরকার দলীয় মেয়রই খুন হয়, টিপাইমুখ নিয়ে কথা নেই কেন? এত কেন’র মাঝে তাদের একটাই কাজ, তাদের উন্নয়ন ঢাকার বিভক্তি, তাদের উন্নয়ন বিরোধি দলের বিরুদ্ধচারন, যুদ্ধাপরাধির বিচার। আমরা এগুলো চাই, কিন্তু যদি তা নির্ভুল, সঠিক, ন্যায় সম্মত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।