আমাদের কথা খুঁজে নিন

   

কারখানায় ঢুকে মালিককে গুলি

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহত ব্যবসায়ীর নাম মো. সিদ্দিক (৩৫)। তিনি ‘সুপার থ্রেড’ নামে একটি সুতার কারখানার মালিক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই কারখানার শ্রমিক ইব্রাহীম হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুর ২টার দিকে তিন যুবক কারখানার অফিসে ঢুকে সিদ্দিককে গুলি করে চলে যায়।
কারখানার শ্রমিকরা সিদ্দিককে হাসপাতালে নিয়ে আসে।
গুলির কারণ জানতে চাইলে ইব্রাহীম বলেন, সোমবার ইমরান নামে এক শ্রমিককে সিদ্দিক কাজে আসতে না করেন।
ইব্রাহীমের ধারণা, ইমরান ভাড়াটিয়া গুণ্ডা দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সিদ্দিকের বাম পায়ের উরুতে ও ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.