আমাদের কথা খুঁজে নিন

   

কারখানায় আগুন দিল শ্রমিকরা

বুধবার সকাল ৯টা থেকে নিশ্চিন্তপুরে লিবাস টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকরা কারখানার মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ করে।
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিকালে কারখানায় অগ্নিসংযোগ করা হয়।
গাজীপুর ও কালিয়াকৈর দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, প্রতিবার তারা মূল বেতনের ৬০ ভাগ উৎসব বোনাস পেয়ে আসছেন। এবার তাদের ২০ ভাগ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।


গত তিন মাস যাবত ওভারটাইমের কোনো বিল তারা পাননি। তারা ঈদের ছুটি বাড়িয়ে দেয়ার কথা বলে বন্ধের দিনেও কাজ করিয়ে নিচ্ছে।
এসবের প্রতিবাদে তারা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন।
এ নিয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে কর্তৃপক্ষ আলোচনায় বসে। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এক পর্যায়ে শ্রমিকরা কারখানার নিচতলায় অগ্নিসংযোগ করে।


পরে পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. শওকত কবীর জানান, সকালে শ্রমিকেরা কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাংচুর চালিয়েছে। পরে কর্মবিরতি পালন করে মূল গেটে তালা লাগিয়ে দেয়।
এ সময় তারা ওভারটাইমের বিল, উৎসব ভাতা ও জুলাই মাসের বেতনের দাবিতে নানা শ্লোগান দিতে থাকে।
এক পর্যায়ে বিকাল ৩টার দিকে তারা কারখানায় অগ্নিসংযোগ করে এলাকা ত্যাগ করে।


গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, কালিয়াকৈর ও গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
কারখানার নির্বাহী পরিচালক এম এ মান্নান সাংবাদিকদের জানান, শ্রমিকদের দাবি অযৌক্তিক। তবে পরিবেশ শান্ত রাখার স্বার্থে তাদের সঙ্গে আলোচনা চলছিল।
আলোচনার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে শ্রমিকরা কারখানায় অগ্নিসংযোগ করে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.