একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
আমি অনেকক্ষণ খুব কাছ থেকে
তাকিয়ে দেখার চেষ্টা করলাম
চোখ দু'টো কাঁপে কিনা ?
বীণার মতোন আদুরে কন্ঠে
বাজে কিনা কোন আর্তির লহরী !
সে পড়ছে_
সস্তা গোছের একটা পত্রিকা,
মনে হচ্ছে মহাভারত কিম্বা
ফিকশনের রাজ্বত্বে ডুবে আছে !
সে পড়ছে_
আমি চমকে উঠলাম
নিজেকে লুকানোর প্রয়াস ?
শ্যাওলা ধরা ঘোর কোন অন্ধকার !
একটি পিপড়ের হঠাত হঠাত মরে যাওয়া ;
কি ভাবছে ?
সে পড়ছে_
আমি আর একটু কাছাকাছি হলাম ;
এলোকেশ নেড়ে বুঝার চেষ্টা করলাম
কবির মাথাবদ্ধ শব্দমালারা কি করছে ?
অন্ধ পড়ুয়ার মতোন
হাতের আঙুলে ভেসেঁ উঠলো
শব্দমালার মিছিল, ভালোবাসার কথকতা,
কয়েক লক্ষ অভিমান ।
একটা দুর্বল অভিঙ্গতা
ওকে সবল করতে যাচ্ছে,
ভালো লাগলো !
ওর শরীরটা কারখানায় গ্যাছে
আমি তো জানি
কারখানায় যন্ত্র সারলে
মানুষ সারাটা মামুলী বিষয় ;
বিষয়টা আরও মামুলী
যদি মানুষটি কবি হয় ।
হয় শতাব্দী পরিক্রমা শ্বেতা,
শুভ্রতার কাছে যার হয়না পরাজয় ।
লিখন
সেপ্টেম্বর-০৮.২০০৯
( নিবেদন : কবি শ্বেতা শতাব্দী )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।