ইউনিক বাসস্ট্যান্ড এলাকার ‘হাসমতউল্লাহ নীটওয়্যার লিমিটেডে শনিবার সকালের এ ঘটনার পর একদিনের ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজে ‘গাফলতির’ অভিযোগে কারখানার সুপারভাইজার আব্দুল আজিজকে সকালে বকাঝকা করেন উৎপাদন ব্যবস্থাপক মো. সেলিম। দুজনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে আজিজকে থাপ্পড়ও মারেন সেলিম।
এর জেরে সেলিমকে অপসারণ ও তার বিচারের দাবিতে সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন প্রায় ৬শ’ শ্রমিক।
সকাল সাড়ে ১০টার দিকে কর্তৃপক্ষ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।