অন্যান্য সরকারি ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সদস্য।
সম্প্রতি ব্যাংকটি এক প্রজ্ঞাপন জারি করে পুনঃনির্ধারিত এই সুদ হার কার্যকরের জন্য সব শাখা ব্যবস্থাপককে নির্দেশ দিয়েছে। ১ জুলাই থেকে সুদের নতুন হার কার্যকর হবে।
এক মাস এবং তার বেশি কিন্তু ২ মাসের কম এমন স্থায়ী আমানতের সুদ হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ, ২ মাস এবং তার বেশি কিন্তু ৩ মাসের কম এমন স্থায়ী আমানতের সুদ হার ৭ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।
তিন মাস এবং তার বেশি কিন্তু ৬ মাসের কম এমন স্থায়ী আমানতের সুদ হার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১১ শতাংশ, ৬ মাস এবং তার বেশি কিন্তু ১ বছরের কম এমন স্থায়ী আমানতের সুদ হার ৯ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।
এছাড়া ১ বছর এবং তার বেশি কিন্তু ২ বছরের কম এমন স্থায়ী আমানতের সুদ হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ এবং ২ বছর এবং তার বেশি কিন্তু সর্বোচ্চ ৩ বছর এমন স্থায়ী আমানতের সুদ হার ১০ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে ৬ মাস এবং তার বেশি কিন্তু ১ বছরের কম মেয়াদে ৫০ লাখ বা তার বেশি অংকের স্থায়ী আমানত গ্রহণের ক্ষেত্রে প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে ১২ শতাংশ সুদ দেয়া যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তবে সঞ্চয়ী আমানত ও স্বল্প মেয়াদি আমানতের সুদ হার অপরিবর্তিত রেখেছে সোনালী ব্যাংক।
আমানতের সুদ হার ১২ শতাংশের বেশি নির্ধারণ না করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মৌখিক নির্দেশনা রয়েছে, যদিও অধিকাংশ ব্যাংক তা মানছে না।
আমানতের সুদ হার বাড়ানোর কারণ হিসেবে সোনালী ব্যাংকের পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনালী ব্যাংকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানত রয়েছে।
অন্যান্য সরকারি ব্যাংক বেশি সুদ দেয়ার কারণে এসব আমানত চলে যাওয়ার উপক্রম হয়েছে।
“এই আমানতগুলো ধরে রাখতেই স্থায়ী আমানতের সুদ হার বাড়ানো হয়েছে। ”
জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে মেয়াদি আমানতের সুদ হার ১০ থেকে ১২ দশমিক ৫০ শতাংশ। বেসিক ব্যাংক সব ধরনের মেয়াদি আমানতে ১২ দশমিক ৫০ শতাংশ সুদ দেয়।
সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত কর্পোরেশনের ৭৫ শতাংশ আমানত সরকারি ব্যাংকে রাখার বাধ্যবাধকতা রয়েছে।
সোনালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা অবশ্য সুদের হার বাড়ানোর বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে ঋণ আদায় অনেক কমে গেছে। খেলাপি ঋণ বাড়ার কারণে তার বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) বেড়েছে। সবমিলিয়ে তারল্য সঙ্কটে ভুগছে ব্যাংক।
“এ অবস্থায় আমানতের সুদ হার বাড়ানোর বিকল্প ছিল না।
”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে সোনালী ব্যাংকের ৫ হাজার ২৪৫ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণে ব্যাংকটি বিধিবদ্ধ জমা (সিআরআর) রক্ষণে নিয়মিত ব্যর্থ হচ্ছে। যে কারণে জরিমানার কবলেও পড়ছে সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বাজেটের থোক বরাদ্দের অর্থ তাদের কাছে গচ্ছিত রাখার জন্য অর্থ মন্ত্রনালয়ে আবেদন করেছে বলে জানান ব্যাংকটির কয়েকজন কর্মকর্তা।
রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক বাজারে মন্দা, সরকারের মেয়াদের শেষ সময়, বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট, অবকাঠামো সমস্যার কারণে সম্প্রতি ব্যাংকিং খাতে ঋণের চাহিদা কম।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চ শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১২ শতাংশ। পরবর্তীতে তা আরো কমেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অধিকাংশ ব্যাংকগুলোতে বর্তমানে উদ্বৃত্ত তারল্য রয়েছে। যে কারণে অধিকাংশ ব্যাংক আমানতের সুদ হার কমাচ্ছে।
এপ্রিল শেষে পুরো ব্যাংকিং খাতে ঋণ ও আমানতের সুদ হারের পার্থক্য (স্প্রেড) ৫ শতাংশের নিচে নেমে আসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।