আমাদের কথা খুঁজে নিন

   

আমার কুড়িয়ে পাওয়া পালক

.... আমার কুড়িয়ে পাওয়া পালক, আমার শুকনো হলুদ ঘাস, আমার বন্ধু ধুলো মাটি, অনাবৃষ্টি বারোমাস। আমি মেঘ নিয়ে দুই হাতে দেখি বিদ্যুৎ চমকাতে! যদি হারাই ভিড়ের মাঝে, কি এসে যায় তাতে? আমার কুড়িয়ে পাওয়া পালক, আমার উলুখাগড়া প্রাণ, রাজার সাথে যুদ্ধে আমার কিস্তিমাতের দান! সবই ভালো থাকার ছল, লুকাই অশ্রুনদীর জল; ডুব সাঁতারে খুঁজছি আমার সমস্ত অতল। আমার কুড়িয়ে পাওয়া পালক, আমার দিন বদলের গান, যখন সঙ্গী চোরাবালি, আমার একলা অভিমান। আমি রাতের কাছে আসি, আরো নিবিড় ভালোবাসি; শুকতারাটির হাত ধরে আজ হাঁটছি পাশাপাশি। উড়ে যায় পাখি রেখে দিয়ে তার পালকস্মৃতি...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।