আমি আজ এসেছি এইখানে..মানব হয়ে
ছুঁয়ে দিলাম!
তোমাকে ছুঁয়ে দিলাম!
এই প্রথম বারের মত তোমাকে ছুঁয়ে দিলাম।
এই শেষ বারের মত তোমাকে ছুঁয়ে দিলাম।
বোশেখের বাতাসের মত,
মেঘলা রোদ্দুরের মত,
মাঘী চাঁদ ঠাসা কুয়াশার মত,
বোগেনভিলিয়ার বৃষ্টিপাতের শব্দের মত;
তোমাকে ছুঁয়ে দিলাম।
ছুঁয়ে দিলাম অনুরুদ্ধ ঈশ্বরের মত,
বিকেলের রেশম কোমল আলোর মত,
স্মৃতি আর বিস্মৃতির বুদবুদের মত,
যীশুর মমতাময় ছোঁয়ার মত তোমাকে ছুঁয়ে দিলাম।
ছুঁয়ে দিলাম!
তোমাকে ছুঁয়ে দিলাম!
গতকালের আক্ষেপের মত,
আসছে কালের আবিষ্কারের মত,
ভেঙ্গে পড়া দালানে পাকুড়ের স্পর্শের মত,
তোমাকে ছুঁয়ে দিলাম।
তোমাকে ছুঁয়ে দিলাম;
শিশুটির চোখের জল গড়ানোর শব্দের মত।
শেষ বারের মত,
প্রথম বারের মত তোমাকে ছুঁয়ে দিলাম।
ছুঁয়ে দিলাম!
তোমাকে ছুঁয়ে দিলাম!
এই দ্যাখো! তোমাকে ছুঁয়ে দিলাম কেমন অবলীলায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।